নীল আকাশে সাদা কালো
মেঘ জমেছে দেখি
একটু পরেই টাপুর-টুপুর
বৃষ্টি পড়ে একি!
বৃষ্টির জলে খেলছে দেখি
কোলা ব্যাঙের ছানা
নতুন জলে নাচছে সবাই
তাকধি না ধিন তা না!
ব্যাঙে লাফায় আনন্দে খুব
খুশির ছোটে হাসে
পুকুর-ঝিলে নামলেই তখন
একটুখানি ভাসে।
ঘ্যাঙর ঘ্যাঙর গান শুনিয়ে
ডাকছে দিনে রাতে
জোট বেঁধেছে সকল ব্যাঙে
বৃষ্টিতে এক সাথে।