বহুদিন পর লিখছি ছড়া
স্বরবৃত্ত ছন্দে
হতে পারে একটু কড়া
ভুল সঠিকের দ্বন্দ্বে।
যোগ্যতার ফুল কর্মে ফোটে
কথার বাবলা গাছে না,
হাঁটুজলের ডোবা, পুকুর
সমুদ্রকে যাচে না।
দেখা শেখা শেষ ভেবে তাই
কূপের ব্যাঙটা লাফায়,
নিজ গন্ডিতেই ডোবে ভাসে
অহংকারে দাপায়।