মেঘবালিকা উড়ে এসে
বলল আমার কানে,
আকাশটা যে শুধুই আমার
সবাই কি তা জানে?
নজরকাড়া আকাশখানা
আমার নেওয়ার সাধ,
দুষ্টু মেয়ে; ও যে আমার
হেলান দেওয়ার কাঁধ!
নীল আঁচলে শেষ বিকেলে
খেলি লুকোচুরি,
সাদা রংটা কালো করে
বৃষ্টি হয়ে ঝরি।
রংধনু হাতে দাঁড়িয়ে থাকি
মিষ্টি করে হেসে,
অনুভূতিটা মুগ্ধ হবে
আমায় ভালোবেসে।