গাছগাছালি ভালো লাগে
ভালো লাগে বন,
ছেলেবেলায় বন-বাদাড়ে
কাটত সারাক্ষণ।
কোনো গাছে ফল পেকেছে
পেতাম যদি খোঁজ,
সব ছেলেরা গিয়ে সে-সব
করে নিতাম ভোজ।
ছেলেবেলায় ছিলাম আমি
ভীষণ রকম চঞ্চল,
হাতের মুঠোয় ছিল আমার
আশেপাশের অঞ্চল।
এখনো তো ইচ্ছে করে
গাছের ডালে থাকি,
প্রকৃতির এই সজীবতায়
জুড়াই দুটি আঁখি।