শরৎ আসে শিশির ভেজা
কাশফুলেরই বনে,
শরৎ আসে নতুন গানে
দোলা প্রাণে প্রাণে।
শরৎ আসে তুলোর মতো
ভাসায় মেঘের ভেলা,
বিলের জলে শাপলা শালুক
ঢেউয়ে করে খেলা।
শরৎ আসে বছর বছর
ইলশেগুঁড়ির দিন,
নানান ফুলের শোভায় শোভায় প্রকৃতি রঙিন।
শরৎ আসে শিশির ভেজা
কাশফুলেরই বনে,
শরৎ আসে নতুন গানে
দোলা প্রাণে প্রাণে।
শরৎ আসে তুলোর মতো
ভাসায় মেঘের ভেলা,
বিলের জলে শাপলা শালুক
ঢেউয়ে করে খেলা।
শরৎ আসে বছর বছর
ইলশেগুঁড়ির দিন,
নানান ফুলের শোভায় শোভায় প্রকৃতি রঙিন।
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম