সূর্যের আলো ঢেকে দিলো
কুয়াশা ঢাল হয়ে,
শীতের সকাল ঘুম পাড়ায়
কম্বল মুড়ি দিয়ে।
গাছের পাতা কেড়ে নিয়ে
দেখায় শীতের দাপট,
হাত-পা ঢেকে রক্ষা পায় না
ফাটে তবু ঠোঁট।
শিশির বিন্দু জায়গা খোঁজে
লতা পাতা ঘাসে,
আগুন জ্বলায় উষ্ণ নিতে
থাকে সবাই বসে।
খেজুর গাছের রসের হাঁড়ি
নামায় সকাল বেলা,
কে খাবে রস সবার আগে
চলে তখন খেলা।
শিউলি-গাঁদা রঙিন ফুলে
সাজে নতুন কানন,
কাঁপে শরীর তবুও শীত
আনন্দ দেয় মন।