২৩ আগস্ট, ২০১৯ ১৯:০৪

বরিশালে দুই তৃতীয়াংশ কমেছে ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে দুই তৃতীয়াংশ কমেছে ডেঙ্গু রোগী

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দুই-তৃতীয়াংশে নেমে এসেছে। 

শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন রোগী। এই সময়ের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৫ জন। 

শেরে-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, বিভাগের সব জেলা ও উপজেলা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্তরা এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দুপুর পর্যন্ত ১৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও গত দুই সপ্তাহের তুলনায় ডেঙ্গু রোগী দুই-তৃতীয়াংশ কমে গেছে বলে তিনি জানান।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর