শিরোনাম
২৫ আগস্ট, ২০১৯ ১৫:৫৬

বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগী কমেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগী কমেছে

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৫৪ জনসহ রবিবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ১৭৫ জন রোগী। 

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে পুরুষ ৩৩জন, নারী ১৪জন এবং ৭ জন শিশু। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬২জন। 

বর্তমানে চিকিৎসাধীন ১৭৫ জনের মধ্যে পুরুষ ৮৯জন, নারী ৫০জন এবং ৩৬ জন শিশু। গত ২৪ ঘণ্টায় বিদায় হওয়া ৬২ জনের মধ্যে পুরুষ ৩৫জন, নারী ১৬জন এবং ১১ জন শিশু। এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছিল মাত্র ১৪ জন। 

গত ১৬ জুলাই থেকে রবিবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫শ’ ৯৩জন রোগী। এই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৪শ’ ১২ জন। ইতোপূর্বে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন এবং গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর