তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজেদের প্যানেল লিডার বা দলনেতা চূড়ান্ত করেছে নির্বাচনকেন্দ্রিক জোট-ফোরাম। সেবা, সততা, সাহস ও সমৃদ্ধি এ নীতিতে চলা ফোরামের দলনেতা মাহমুদ হাসান খান। তিনি রাইজিং ফ্যাশনস-এর ব্যবস্থাপনা পরিচালক।
এর আগে বিজিএমইএ’র সহ-সভাপতিসহ পরিচালক পদে যুক্ত থেকে পোশাক খাতে অবদান রেখেছেন মাহমুদ হাসান। তাছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিটিএমএ ও বিকেএমইএ’র।
বুধবার রাজধানীর একটি হোটেলে পোশাক খাতের উদ্যোক্তাদের সঙ্গে নতুন প্যানেল লিডারকে পরিচয় করিয়ে দেন নির্বাচনকেন্দ্রিক জোটটির শীর্ষ নেতারা।
মাহমুদ হাসান খান ছোট পরিসরে এ খাতে ব্যবসা শুরু করে গত প্রায় দুই যুগে কারখানা ও ব্যবসা বাড়িয়েছেন। অনুষ্ঠানে বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, ড. রুবানা হক উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি আব্দুস সালাম ও রশীদ আহমেদ হোসাইনী।
ফোরাম নেতারা এ সময় বলেন, পোশাক খাতের বিদ্যমান সমস্যা নিরসনে পদক্ষেপ নিতে হবে- বিজিএমইএ পরিচালনা পর্ষদকে। এজন্য দরকার একজন সুদক্ষ নেতা। যার গতিশীল নেতৃত্বে এ খাত এগিয়ে যাবে। মাহমুদ হাসান খান পোশাক শিল্পের স্বার্থে যোগ্য নেতৃত্ব।
উদ্যোক্তারা বলেন, পোশাকশিল্প এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে এই শিল্প নানামুখী চ্যালেঞ্জের মুখে। বৈশ্বিক ও স্থানীয় পরিস্থিতি মোকাবিলা করতে দরকার সাহসী সিদ্ধান্ত। কেবল কার্ডধারী নেতা দিয়ে সংকট উত্তরণ করা যাবে না। দরকার এ খাতের প্রয়োজন বোঝার।
এ সময় প্যানেল লিডার মাহমুদ হাসান খান সাংবাদিকদের বলেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন চায়। একই সাথে যারা উদোক্তা ও সংগঠনটির সদস্য তারাই যাতে ভোটার থাকে সেটি নিশ্চিত করার তাগিদ দিয়ে জানান, নির্বাচনের আগে একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করে প্রশাসককে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে।
প্যানেল লিডার বলেন, শ্রমিকরা যাতে রাস্তায় না নামে, নির্বাচিত হলে সেটিতে গুরুত্ব দেবেন তিনি। একই সাথে মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন তার অগ্রাধিকারে থাকবে।
বিডি প্রতিদিন/একেএ