এস আলম গ্রুপের প্রধান মোহাম্মদ সাইফুল আলমের স্বার্থসংশ্লিষ্ট ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ মে) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন।
যে ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাঁরা হলেন-ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আকিজ উদ্দিন, তাঁর স্ত্রী রোকসানা খাতুন, মা রাবেয়া খাতুন, বোন হাসমত আরা, দুই ভগ্নিপতি ব্যবসায়ী নজরুল ইসলাম (স্ত্রী হোসনে আরা), নাসির উদ্দিন (স্ত্রী শারমিন আক্তার) ও নাসিরের ভাই মোহাম্মদ সাইফুদ্দিন, আকিজ উদ্দিনের শ্যালক গোলামুর রহমান, ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোজাম্মেল হক, ব্যবসায়ী আলমাস আলী, ব্যবসায়ী বেদার উল ইসলাম, এস আলম রিফাইন সুগার ইন্ডাস্ট্রির কর্মকর্তা জসিম উদ্দিন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা এস এম জামাল উদ্দিন।
দুদকের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। এ অবস্থায় এস আলমের স্বার্থসংশ্লিষ্ট ১৩ জন যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। অথচ তাঁদের জিজ্ঞাসাবাদ না করা গেলে সাইফুল আলম ও তাঁর পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করা দুরূহ হয়ে যাবে। শুনানি নিয়ে আদালত ওই ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এস আলম গ্রুপের প্রধান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৮ হাজার ১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। তিন দফায় সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির নামে থাকা ১৬ হাজার কোটি টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।