দেশে ব্যাঙের ছাতার মতো বেসরকারি মেডিকেল কলেজ গড়ে উঠছে। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরও বেশি চিকিৎসকের যে প্রয়োজন সন্দেহ নেই। এ প্রয়োজন মেটাতে বেসরকারি পর্যায়ে মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু হাতেগোনা কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজ ছাড়া অন্যগুলোর কোনো মান নেই। শিক্ষার্থীদের চিকিৎসাবিদ্যা শিক্ষা দেওয়ার বদলে সনদপত্র বিক্রি করে টাকা অর্জনই তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। মেডিকেল কলেজ হিসেবে অনুমোদন পেলেও অনেক বেসরকারি মেডিকেল কলেজে হাসপাতাল নেই। নেই শিক্ষার্থীদের প্রাকটিক্যাল ক্লাসের জন্য পর্যাপ্ত উপকরণ। ভাড়া নেওয়া ভবনে স্থাপিত এসব মেডিকেল কলেজ চালানো হয় ভাড়া করা শিক্ষকদের নিয়ে। প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয় অবিশ্বাস্য হারে টিউশন ফি। বেসরকারি মেডিকেল কলেজগুলোর এই হালহকিকতে সরকারও পড়েছে বিব্রত অবস্থায়। বেসরকারি মেডিকেল কলেজগুলো ঠিকমতো চলছে কি না তা পর্যালোচনায় উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে নিয়মবহিভর্ূত কর্মকাণ্ডের দায়ে ১২টি বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজগুলোর ব্যাপারে সরকার যে কুম্ভকর্ণের ঘুমে মগ্ন নেই এটি নিঃসন্দেহে স্বস্তির ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো, ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দেওয়া হলো কেন? রাজনৈতিকভাবে কাউকে পাইয়ে দেওয়ার নামে যেভাবে মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে তা জাতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে। চিকিৎসক সনদপ্রাপ্ত একদল অজ্ঞ বা হাতুড়ে চিকিৎসকই সৃষ্টি করছে তথাকথিত বেসরকারি মেডিকেল কলেজগুলো। আমরা মনে করি মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো শুধু বন্ধ করে দেওয়া নয়, যারা তাদের অনুমোদন দিয়েছেন তাদেরও জবাবদিহির আওতায় আনা উচিত।
শিরোনাম
- ‘চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে’
- অসুস্থতার ছুটি চেয়ে বার্তা, ১০ মিনিট পরেই হারালেন প্রাণ
- কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
- বাঁশবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
- ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
- পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় চালু হচ্ছে আজ
- আমেরিকার ‘মিত্র’ কাতারের প্রতি ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে : ট্রাম্প
- ইসরায়েলের হামলায় গাজায় অর্ধশতাধিক নিহত, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
- পদোন্নতির অপেক্ষায় সহস্রাধিক প্রভাষক
- সিডনির পাঞ্জবোলে নারায়ণগঞ্জ জালকুড়ির পুনর্মিলনী অনুষ্ঠিত
- ঠাকুরগাঁওয়ে মৃত্যুদাবির চেক হস্তান্তর
- স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা-ছুরিকাঘাত, অভিযোগ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে