নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ সিস্টেমে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির জন্য গঠিত ফরাসউদ্দিন তদন্ত কমিটি এ জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকে প্রাতিষ্ঠানিক সংস্কার এনে সক্ষমতা বৃদ্ধিরও সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটি বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে দোষী করে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে। তারা হলেন— অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা, উপ-পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া, জিএম আবদুল্লাহ ছালেহীন, শেখ রিয়াজউদ্দিন ও রফিক আহমেদ মজুমদার। এদের দায়িত্বজ্ঞানহীনতা এবং অবহেলার কারণে সার্ভার হ্যাকিংয়ের ঘটনা ঘটে। এ ছাড়া গভর্নর সচিবালয় বিভাগে কর্মরত মইনুল ইসলাম ও অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের শেখ রিয়াজউদ্দিন তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ‘কমপ্রোমাইজড’ হতে দিয়ে মহাবিপত্তি সৃষ্টি করেন বলে মনে করে তদন্ত কমিটি। এতে আরও বলা হয়, জুবায়ের বিন হুদা ও জিএম আবদুল্লাহ ছালেহীনের ইউজার আইডির পাসওয়ার্ড চুরি করে তা ব্যবহার করেছে হ্যাকাররা। তারা তাদের পাসওয়ার্ড চুরির বিষয়টি জানার পরও তা আমলে নেননি। এতে তারা দায়িত্ব পালনে চরম অবহেলা ও কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ করেছেন। তদন্ত কমিটির রিপোর্টে শুক্র ও শনিবার সরকারি ছুটি বাতিল করে রবিবার ছুটির ব্যবস্থা করা, অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং বিভাগে লোক নিয়োগের আগে সংশ্লিষ্টদের নীতি নৈতিকতা ও পারিবারিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজখবর নেওয়া, নৈতিক শিক্ষা দেওয়া এবং তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তাদের পৃথকভাবে প্রশিক্ষণের সুপারিশ করেছে। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ সিস্টেমে রক্ষিত অর্থ চুরির দায় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সুইফটের। তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আরও সতর্ক হলে বিপর্যয়ের ঘটনা যে এড়ানো যেত, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। এ ক্ষেত্রে যারা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নেবে আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ফরাসউদ্দিন কমিটির সুপারিশ
দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর