পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ বেশ কয়েকটি টার্গেট কিলিংয়ের পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হয়েছে। টার্গেট কিলিংয়ের সঙ্গে জড়িত আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবিসহ বিভিন্ন জঙ্গি গ্রুপের সদস্যদের ধরতে চালানো হচ্ছে অভিযান। যুদ্ধাপরাধীদের সঙ্গে জড়িত একটি রাজনৈতিক দলের সন্দেহভাজন সদস্যদের ওপরও তীক্ষ নজর রাখা হচ্ছে। নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষা করা সরকারের দায়িত্ব। এ ব্যাপারে তারা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। স্বভাবতই অজ্ঞাত পরিচয় জঙ্গিরা যখন টার্গেট কিলিংয়ের মাধ্যমে জননিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় হয়ে ওঠারই কথা। তবে অভিযান চালানোর নামে সংশ্লিষ্টদের কেউ যাতে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হয়রানি করা কিংবা সত্যিকারের অপরাধীদের বদলে সাধারণ মানুষকে হয়রানি ও গ্রেফতারবাণিজ্যে মেতে না ওঠে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সন্দেহ নেই জঙ্গিবাদ এখন একটি বিশ্বজনীন সমস্যা। পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ কোনো প্রান্তের দেশই এ হুমকির বাইরে নয়। বাংলাদেশের জন্যও তা হুমকি হয়ে দেখা দিয়েছে। হতাশার মাঝে আশার দিক হলো বাংলাদেশের মানুষ ঐতিহ্যভাবে চরমপন্থার বিরুদ্ধে। এ দেশে ইসলাম প্রচারিত হয়েছে সুফি-সাধকদের মাধ্যমে। তারা মানুষকে ভালোবেসে তাদের হৃদয় রাজ্যে ঠাঁই পাওয়ার চেষ্টা করেছেন। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব মানুষের প্রতি সম্প্রীতির আবহ ছড়িয়ে দিয়েছেন তারা। পবিত্র ইসলাম ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে অশুভ মহল উগ্রবাদের বিষবৃক্ষ বপনের চেষ্টা করলেও এ দেশের মানুষ তাতে সায় দেয়নি। যুদ্ধাপরাধীদের বিচার এবং শাস্তিদানের প্রক্রিয়া শুরু হওয়ার পর হঠাৎ করে জঙ্গি তত্পরতার উদ্ভব প্রমাণ করেছে, এ দুই ঘটনার মধ্যে কোথাও না কোথাও যোগসূত্র রয়েছে। আমরা আশা করব, জননিরাপত্তার স্বার্থে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি জঙ্গিবাদের সাধকরা যে শান্তি ও মানবতার ধর্ম ইসলামের কেউ নয়, সে সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
শিরোনাম
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল