পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ বেশ কয়েকটি টার্গেট কিলিংয়ের পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হয়েছে। টার্গেট কিলিংয়ের সঙ্গে জড়িত আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবিসহ বিভিন্ন জঙ্গি গ্রুপের সদস্যদের ধরতে চালানো হচ্ছে অভিযান। যুদ্ধাপরাধীদের সঙ্গে জড়িত একটি রাজনৈতিক দলের সন্দেহভাজন সদস্যদের ওপরও তীক্ষ নজর রাখা হচ্ছে। নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষা করা সরকারের দায়িত্ব। এ ব্যাপারে তারা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। স্বভাবতই অজ্ঞাত পরিচয় জঙ্গিরা যখন টার্গেট কিলিংয়ের মাধ্যমে জননিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় হয়ে ওঠারই কথা। তবে অভিযান চালানোর নামে সংশ্লিষ্টদের কেউ যাতে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হয়রানি করা কিংবা সত্যিকারের অপরাধীদের বদলে সাধারণ মানুষকে হয়রানি ও গ্রেফতারবাণিজ্যে মেতে না ওঠে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সন্দেহ নেই জঙ্গিবাদ এখন একটি বিশ্বজনীন সমস্যা। পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ কোনো প্রান্তের দেশই এ হুমকির বাইরে নয়। বাংলাদেশের জন্যও তা হুমকি হয়ে দেখা দিয়েছে। হতাশার মাঝে আশার দিক হলো বাংলাদেশের মানুষ ঐতিহ্যভাবে চরমপন্থার বিরুদ্ধে। এ দেশে ইসলাম প্রচারিত হয়েছে সুফি-সাধকদের মাধ্যমে। তারা মানুষকে ভালোবেসে তাদের হৃদয় রাজ্যে ঠাঁই পাওয়ার চেষ্টা করেছেন। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব মানুষের প্রতি সম্প্রীতির আবহ ছড়িয়ে দিয়েছেন তারা। পবিত্র ইসলাম ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে অশুভ মহল উগ্রবাদের বিষবৃক্ষ বপনের চেষ্টা করলেও এ দেশের মানুষ তাতে সায় দেয়নি। যুদ্ধাপরাধীদের বিচার এবং শাস্তিদানের প্রক্রিয়া শুরু হওয়ার পর হঠাৎ করে জঙ্গি তত্পরতার উদ্ভব প্রমাণ করেছে, এ দুই ঘটনার মধ্যে কোথাও না কোথাও যোগসূত্র রয়েছে। আমরা আশা করব, জননিরাপত্তার স্বার্থে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি জঙ্গিবাদের সাধকরা যে শান্তি ও মানবতার ধর্ম ইসলামের কেউ নয়, সে সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ