দিল্লিতে অনুষ্ঠিত বাণিজ্যবিষয়ক যুগ্ম ওয়ার্কিং গ্রুপের বৈঠকে ভারতের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ইলিশ রপ্তানিতে যে নিষেধাজ্ঞা রয়েছে তা যেন প্রত্যাহার করে নেওয়া হয়। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। ইলিশের কদর শুধু বাংলাদেশিদের কাছে নয়, এপার ও ওপার বাংলার সব বাঙালির রসনা তৃপ্তিতে ইলিশের স্থান সবার উপরে। বাংলাদেশের নদীতে যেমন ইলিশ ধরা পড়ে তেমনি ধরা পড়ে পশ্চিম বাংলার নদীতেও। সমুদ্রপ্রান্ত থেকেও আহরিত হয় ইলিশ। তবে ওপারের বাঙালিদের লক্ষ্য পদ্মার ইলিশ। দুনিয়ার বেশ কয়েকটি দেশে ইলিশ পাওয়া গেলেও বাংলাদেশের নদ-নদীর ইলিশ কিছুটা যেন আলাদা। আর পদ্মার ইলিশ তো অনন্য। যার কোনো তুলনাই চলে না। দুই দেশের বন্ধুত্বের ক্ষেত্রেও পদ্মার ইলিশ বিশিষ্ট ভূমিকা রাখছে। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তো পদ্মার ইলিশের মহাভক্ত। বাংলাদেশের জামাই প্রণব বাবুর জন্য প্রতি বছরই ইলিশের মৌসুমে উপহার হিসেবে ইলিশ যায় ঢাকা থেকে। বাদ পড়েন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপহার হিসেবে না পেলেও পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার অধিবাসীদের কাছে এক সময় পদ্মার ইলিশ ছিল অনেকটাই সহজলভ্য। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হতো ইলিশ। যার মধ্যে থাকত পদ্মার ইলিশও। কিন্তু কয়েক বছর ধরে সে ইলিশ রপ্তানি বন্ধ। বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের উত্পাদন বাড়লেও একইভাবে বেড়েছে চাহিদা। আর যে পদ্মার ইলিশ দুনিয়ার মত্স্যকুলের মধ্যে সবচেয়ে সুস্বাদু, তা এখন অস্তিত্বের সংকটের মুখে। উজানে পানি প্রত্যাহারের কারণে পদ্মা নদীর অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে। রাজশাহী অঞ্চলে শুষ্ক মৌসুমে পদ্মা প্রায় অস্তিত্ব হারায়। অন্যসব প্রান্তের অবস্থাও সুখকর নয়। বলা হয়, বাণিজ্যে বসতি লক্ষ্মী। বাংলাদেশের মানুষও চায় ইলিশ রপ্তানি বাবদ দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করুক। তবে এখন যে ইলিশ উত্পাদন হচ্ছে তা নিজেদের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। ভারতে ইলিশ রপ্তানির আগে ইলিশের নদী পদ্মায় পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে। পদ্মাসহ অভিন্ন নদীগুলো পানির ন্যায্য হিস্যা পেলে ইলিশ উত্পাদন বহুগুণ বাড়বে। নিজেদের চাহিদা পূরণ করে রপ্তানির সুযোগও সৃষ্টি হবে।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ভারতে ইলিশ রপ্তানি
পদ্মার পানির হিস্যাও নিশ্চিত হোক
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর