বানভাসি মানুষের দুঃখ ক্রমেই বাড়ছে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তাদের ভোগান্তি কমছে না। পদ্মা, সুরমা ও কুশিয়ারার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। বিশুদ্ধ খাবার পানি ও ওষুধ সংকটেও ভুগছে মানুষ। সরকারিভাবে ত্রাণ তৎপরতা চললেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। মানুষ প্রয়োজনমতো ত্রাণ পাচ্ছে না। পানিবন্দী লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। বন্যার পাশাপাশি মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে আবির্ভূত হয়েছে নদী ভাঙন। পদ্মা অববাহিকায় নদী ভাঙন মারাত্মক রূপ নিয়েছে। হাজার হাজার ঘরবাড়ি, রাস্তাঘাট, সরকারি-বেসরকারি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলের জমি নদীতে বিলীন হয়ে গেছে। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দেখা দেওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে বন্যার্তদের জীবন। শিক্ষার্থীদের শিক্ষাজীবনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী দুই তিন দিনে ব্রহ্মপুত্র ও যমুনার পানি কমলেও পদ্মা, সুরমা, কুশিয়ারায় পানি বৃদ্ধি পাবে। পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের ৯০টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৭টিতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ৪৬টিতে কমছে, ৭টি পয়েন্টে পানি স্থিতিশীল রয়েছে। ১৩টি পয়েন্টে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশে বন্যা একটি সাংবার্ষিক সমস্যা। এ সমস্যার মোকাবিলা করেই যুগ যুগ ধরে বেঁচে আছে বাংলাদেশের মানুষ। চলমান বন্যার মোকাবিলায় সরকার শুধু নয়, সমাজের সব অংশকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সদস্যরা বানভাসি মানুষের পাশে দাঁড়াবেন— এমনটিই কাঙ্ক্ষিত। দুঃখজনক হলেও সত্য, বন্যাকবলিত এলাকায় সরকারি ত্রাণ তৎপরতার বাইরে এনজিও এবং সামাজিক সংগঠনের তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। মানুষের বিপদের দিনে তারা সক্রিয হবেন— এমনটিই আমরা দেখতে চাই।
শিরোনাম
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
বানভাসিদের দুর্ভোগ
এনজিও, সামাজিক সংগঠনের সক্রিয়তা কাম্য
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর