বানভাসি মানুষের দুঃখ ক্রমেই বাড়ছে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তাদের ভোগান্তি কমছে না। পদ্মা, সুরমা ও কুশিয়ারার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। বিশুদ্ধ খাবার পানি ও ওষুধ সংকটেও ভুগছে মানুষ। সরকারিভাবে ত্রাণ তৎপরতা চললেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। মানুষ প্রয়োজনমতো ত্রাণ পাচ্ছে না। পানিবন্দী লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। বন্যার পাশাপাশি মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে আবির্ভূত হয়েছে নদী ভাঙন। পদ্মা অববাহিকায় নদী ভাঙন মারাত্মক রূপ নিয়েছে। হাজার হাজার ঘরবাড়ি, রাস্তাঘাট, সরকারি-বেসরকারি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলের জমি নদীতে বিলীন হয়ে গেছে। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দেখা দেওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে বন্যার্তদের জীবন। শিক্ষার্থীদের শিক্ষাজীবনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী দুই তিন দিনে ব্রহ্মপুত্র ও যমুনার পানি কমলেও পদ্মা, সুরমা, কুশিয়ারায় পানি বৃদ্ধি পাবে। পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের ৯০টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৭টিতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ৪৬টিতে কমছে, ৭টি পয়েন্টে পানি স্থিতিশীল রয়েছে। ১৩টি পয়েন্টে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশে বন্যা একটি সাংবার্ষিক সমস্যা। এ সমস্যার মোকাবিলা করেই যুগ যুগ ধরে বেঁচে আছে বাংলাদেশের মানুষ। চলমান বন্যার মোকাবিলায় সরকার শুধু নয়, সমাজের সব অংশকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সদস্যরা বানভাসি মানুষের পাশে দাঁড়াবেন— এমনটিই কাঙ্ক্ষিত। দুঃখজনক হলেও সত্য, বন্যাকবলিত এলাকায় সরকারি ত্রাণ তৎপরতার বাইরে এনজিও এবং সামাজিক সংগঠনের তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। মানুষের বিপদের দিনে তারা সক্রিয হবেন— এমনটিই আমরা দেখতে চাই।
শিরোনাম
- খাগড়াছড়িতে সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে নতুন ডিসির মতবিনিময়
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
বানভাসিদের দুর্ভোগ
এনজিও, সামাজিক সংগঠনের সক্রিয়তা কাম্য
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর