মুক্তিযুদ্ধ বাঙালি জাতির কয়েক হাজার বছরের শ্রেষ্ঠ ঘটনা। মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও আত্মত্যাগ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ভূমিকা রেখেছে। গর্বিত জাতি হিসেবে বিশ্ব সমাজে স্থান করে নেওয়া সম্ভব হয়েছে। কৃতজ্ঞ জাতির পক্ষ থেকে দেরিতে হলেও কৃতজ্ঞতা স্বরূপ মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভিআইপির মর্যাদা দেওয়া হচ্ছে। এমন একটি প্রস্তাব মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হচ্ছে। সেখান থেকে অর্থ বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। একই সঙ্গে যুদ্ধাহতদের পর্যাপ্ত হুইল চেয়ার প্রদান এবং বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার উদ্যোগও নেওয়া হবে। ভিআইপি মর্যাদাধারী মুক্তিযোদ্ধারা দেশের সব জেলার সার্কিট হাউসের ভিআইপি রুম ব্যবহার করার সুযোগ পাবেন। রেল, বিমান, বাস ও লঞ্চে যাতায়াতে বিশেষ সুবিধাসহ রাষ্ট্রীয় অন্যান্য সম্মান ও মর্যাদা এবং সুবিধা ভোগ করতে পারবেন। খেতাবপ্রাপ্ত এবং যুদ্ধাহতদের ভিআইপি মর্যাদা দেওয়ার পাশাপাশি শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারের জন্য রেশন কর্মসূচি চালু করা হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে নীতিমালাও তৈরি করেছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে ১১২ জন বেঁচে আছেন। দেশে বর্তমানে ৫ হাজার ৬৬৬ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন। স্মর্তব্য, মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ৬৭৬ জন। এদের মধ্যে বীরশ্রেষ্ঠ উপাধি পান ৭, বীরউত্তম ৬৮, বীরবিক্রম ১৭৫ এবং বীরপ্রতীক খেতাব পান ৪১৬ জন। খেতাবপ্রাপ্ত এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভিআইপি এবং শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের জন্য রেশন কর্মসূচি চালুর মাধ্যমে তাদের প্রতি বিশেষ সম্মান দেখিয়ে প্রকারান্তরে ১৬ কোটি মানুষের মহান জাতিকেই সম্মানিত করা হচ্ছে। বাঙালিরা তাদের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি কৃতজ্ঞ ও শ্রদ্ধাশীল সেটি নিশ্চিত করা হলো। আমাদের বিশ্বাস সরকারের এই ইতিবাচক উদ্যোগ যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য মানসিক তৃপ্তি এনে দেবে। মুক্তিযোদ্ধাদের প্রায় সবাই ষাটোর্ধ্ব তাদের শেষ জীবনটা কিছুটা হলেও মর্যাদার ছোঁয়া পাবে। যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য রেশনের ব্যবস্থাও নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের অসহায়ত্ব দূরীকরণে রেশনের ব্যবস্থা ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
শিরোনাম
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান
১৬ কোটি মানুষকে সম্মানিত করার শামিল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর