একাদশ সংসদ নির্বাচনে প্রবল প্রতিদ্বন্দ্বী দুই পক্ষ আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোট তাদের প্রার্থী ঘোষণা করেছে। ৩০০ আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। বিনাযুদ্ধে নাহি দিব সূচাগ্র মোদিনী এই পণে কোমর বেঁধেছে দুই পক্ষই। বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোট দশম সংসদ নির্বাচন বর্জন করায় প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠেনি। সাংবিধানিক বৈধতা থাকলেও নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে উৎসবী পরিবেশ গড়ে ওঠে তার ছিটেফোঁটাও অনুভূত হয়নি। সব দলের অংশগ্রহণে একাদশ সংসদ নির্বাচন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন দেশ দারিদ্র্যতার অভিশাপকে বিদায় করে মধ্য আয়ের দেশের কাতারে নিজেদের যুক্ত করতে সক্ষম হয়েছে। মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ২ কোটি ৪০ লাখ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। মুক্তিযুদ্ধের স্বপ্নসাধ সমৃদ্ধশালী বাংলাদেশের পথে দেশ এগুবে কিনা তা নির্ধারণে তরুণ ভোটারদের মতামত সিদ্ধান্ত সূচক বলে বিবেচিত হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তরুণরাই অস্ত্র হাতে লড়েছে। বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অবদানই অগ্রগণ্য। স্বভাবতই, তরুণরা মুক্তিযুদ্ধের স্বপ্নসাধ পূরণে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এমনটিই প্রত্যাশিত। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ না দেখলেও একাত্তরে যে তরুণ প্রজন্ম দেশমাতৃকার মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আজকের তরুণরা তাদেরই উত্তরাধিকার। তারা মুক্তিযুদ্ধ না দেখলেও দেশপ্রেমে উজ্জীবিত হতে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করেন। তাদের কারণেই স্বাধীনতার সাড়ে চার দশক পর হলেও একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত শীর্ষ ঘাতক দালালদের ফাঁসি কার্যকর হয়েছে। এখনো যাদের বিচার সম্পন্ন হয়নি তাদের সাজা নিশ্চিত হবে কিনা তা আগামী নির্বাচনের রায়ের ওপর অনেকাংশে নির্ভরশীল। আমরা আশা করব, কোনো দল বা জোটবিশেষ নয়, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন এমন প্রার্থীদেরই একবিংশ শতাব্দীর তরুণরা বেছে নেবেন। বাংলাদেশকে এগিয়ে নিতে, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে ভোটযুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয়ের বিকল্প নেই।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
একাদশ সংসদ নির্বাচন
মুক্তিযুদ্ধের পক্ষে হোক তরুণদের রায়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর