নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান আবার ফিরছে। বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় সরকারব্যবস্থা বাতিলের রায় অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। প্রায় তিন দশক আগে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্ত করা হয়েছিল। এ-সংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত করে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। ত্রয়োদশ সংশোধনী আইনকে সংবিধান পরিপন্থি ও বাতিল ঘোষণা করে প্রায় দেড় দশক আগে আপিল বিভাগ রায় দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর এবং এ-সংক্রান্ত রিভিউ আবেদন নিষ্পত্তি করে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ সর্বসম্মত রায় দেন। এটা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। এর মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হওয়ার পর দেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তাৎক্ষণিকভাবে এ রায়কে স্বাগত জানায় বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি বলেছে, এ রায় দেশে স্বৈরাচার তৈরির পথ বন্ধ করবে। জামায়াতের মতে, এর মধ্য দিয়ে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে। তবে এনসিপির দাবি- ত্রয়োদশ সংশোধনীর মতো করে নয়, বরং জুলাই সনদে যেভাবে বলা হয়েছে, সেভাবেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে। সন্দেহ নেই যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালে জাতি কলঙ্কমুক্ত হলো। গত তিনটি বিতর্কিত নির্বাচনের কলঙ্কিত অধ্যায়ের পুনরাবৃত্তির পথ বন্ধ হলো। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, তাতে দেশে গণতন্ত্রের কবর রচিত হয়। এখন থেকে ভবিষ্যৎ নির্বাচন সুসংহত হবে এবং গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে। বিশেষজ্ঞদের মতে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের এই ঐতিহাসিক রায় দেশের জন্য উজ্জ্বল অর্জনের মাইলফলক। দীর্ঘ দেড় দশকের স্বৈরাচার পতনের পর, নতুন বাংলাদেশে, বর্তমান সময়ের পটভূমিতে, এ রায় দেশ ও জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গণতান্ত্রিক ধারাবাহিকতার রক্ষাকবচ।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল
হোক গণতন্ত্রের রক্ষাকবচ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর