উজানে একতরফাভাবে পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে খরস্রোতা তিস্তা অস্তিত্ব হারাতে বসেছে। দেশের অন্যতম বৃহত্তম নদী তিস্তার অবস্থা এখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমাদের ছোট নদী’ কবিতার মতো ‘পার হয়ে যায় গরু পার হয় গাড়ি’। তিস্তা শুকিয়ে যাওয়ায় তিস্তা ব্যারাজের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। গত ৯ জানুয়ারি তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি ছিল মাত্র ৪ হাজার কিউসেক। অথচ আর কদিন পরই তিস্তা ব্যারাজের সেচ কার্যক্রম শুরু হওয়ার কথা। পানি আরও কমে গেলে সেচ প্রকল্প সচল রাখাই কষ্টকর হয়ে পড়বে। পানি সংকটে লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার তিস্তাপারের জীবনযাত্রা ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। দেশের অন্যতম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারাজও অকার্যকর হওয়ার উপক্রম। তিস্তা নদীতে দিনভর মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন যে জেলেরা তারা এখন কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে হেঁটেই তিস্তা পাড়ি দেওয়া যায়, তাই খেয়াঘাটের মাঝিদের আর নৌকা বাইতে হয় না। এ কারণে বেকার ও কর্মহীন হয়ে পড়েছেন মাঝিমাল্লারা। কেউ কেউ পেশা ছেড়ে অন্য পেশায় গেলেও কেউ কেউ তিস্তা ব্যারাজের সামনে সামান্য যে পানি আছে তাতেই পর্যটকদের নৌ-ভ্রমণের আনন্দ দিয়ে আয় করছেন ডাল-ভাতের টাকা। প্রমত্তা তিস্তা শুষ্ক মৌসুমে অস্তিত্ব সংকটে ভুগছে উজানে একতরফাভাবে পানি প্রত্যাহারের কারণে। এক দশক আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে তিস্তার পানিবণ্টন চুক্তি হবে এমনই কথা ছিল। এ যৌথ নদীর পানি শুষ্ক মৌসুমে আধাআধি ভাগের চুক্তি হওয়ার কথা থাকলেও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে শেষ পর্যন্ত সে চুক্তি থেমে যায়। পানি বণ্টন চুক্তি দীর্ঘ এক দশক ধরে ঝুলে থাকায় তা দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বকে জনগণের বন্ধুত্বে পরিণত হওয়ার পথে বাধা সৃষ্টি করছে। আমরা আশা করব, এ বিষয়ে নয়াদিল্লির গরজ অনুভূত হবে। বাংলাদেশের লাখ লাখ মানুষের আকুতিকে মূল্য দিতে অচিরেই তিস্তার পানি বণ্টনের জট খুলবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ