দেশের দুই বৃহত্তম নগরী ঢাকা ও চট্টগ্রামের দুই প্রধান নদী বুড়িগঙ্গা ও কর্ণফুলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। মঙ্গলবার বুড়িগঙ্গা পাড়ের কামরাঙ্গীর চরে ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। কামরাঙ্গীর চরের নবাবচর মৌজার হুজুরপাড়া, আশ্রাফাবাদ ও সাইনবোর্ড এলাকায় এ অভিযান চলাকালে নদীর তীর দখল ও ভরাট করে স্থাপনা নির্মাণের দায়ে তিনজনকে আটক করে জরিমানা করাও হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার কর্ণফুলী ঘাট এলাকায় পরিচালিত অভিযানে ছোট-বড় ৩০টি স্থাপনা উচ্ছেদ করে চার একর ভূমি উদ্ধার করা হয়। এর আগে সোমবার উচ্ছেদ অভিযানের প্রথম দিন নদীতীরের এক কিলোমিটার এলাকার প্রায় ৮০টি অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হয়। ২০১৬ সালের ১৬ আগস্ট হাই কোর্টের একটি বেঞ্চ কর্ণফুলী নদীর দুই তীরে গড়ে ওঠা স্থাপনা সরাতে ৯০ দিনের সময় বেঁধে দেয়। ২০১৭ সালের ২৫ নভেম্বর উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য ১ কোটি ২০ লাখ টাকা অর্থ বরাদ্দ চেয়ে ভূমি মন্ত্রণালয়ে চিঠি দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। ভূমিমন্ত্রীর হস্তক্ষেপে অর্থসংস্থানের পর অভিযান শুরু হয়। উচ্চ আদালত নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দিয়ে নদী সুরক্ষায় সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেওয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদের তোড়জোড় শুরু হয়েছে; যা অবশ্যই একটি ভালো দিক। তবে সংশ্লিষ্টদের এই সুমতি কতটা আসল আর কতটা লোক দেখানো তা নিয়েও সংশয় কম নয়। প্রতি বছরই বুড়িগঙ্গাসহ ঢাকার নদ-নদীগুলোকে অপদখলমুক্ত করতে অভিযান চলে। স্থাপনা ভাঙাও হয় ঘটা করে। কিন্তু অভিযান শেষে আবারও নির্মাণ হয় স্থাপনা। কর্ণফুলী নদী অপদখলমুক্ত করার ক্ষেত্রেও চলেছে একই প্রহসন। নদী সুরক্ষায় আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে উচ্ছেদ অভিযান যাতে প্রহসনে পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে। নদীর কূল ঘেঁষে চলাচলের সড়ক তৈরিরও উদ্যোগ নিতে হবে। নদী রক্ষায় যা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুড়িগঙ্গা ও কর্ণফুলীকে বাঁচিয়ে রাখুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর