সেবাপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেজন্য সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য পুলিশবাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে বুধবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, জনগণকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সেবাপ্রার্থীদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও পরামর্শদানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পুলিশবাহিনীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবা প্রদানেরও তাগিদ দিয়েছেন তিনি। রাষ্ট্রপতির বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ এবং এতে জনইচ্ছারই প্রতিফলন ঘটেছে। অগ্রসর গণতান্ত্রিক দেশগুলোয় পুলিশকে বলা হয় জনগণের বন্ধু। মানুষের সবচেয়ে আস্থার স্থলে থাকে পুলিশের অবস্থান। আমাদের দেশের পুলিশ এ ভূমিকা পালন করে কিনা তা একটি প্রশ্নবিদ্ধ বিষয়। যুগ যুগ ধরে সব দিক থেকে পিছিয়ে থাকা আমাদের এই দেশে অগ্রসর দেশগুলোর মানদণ্ডে পুলিশের অবস্থান যে সন্তুষ্ট হওয়ার মতো নয়, এটি খুবই বোধগম্য বিষয়। শত শত বছর ধরে আমাদের এই ভূখণ্ডে পরাধীনতার অভিশাপ বিরাজ করেছে। ভিনদেশি শাসকরা এ দেশের মানুষকে তাদের শাসনের অক্টোপাসে আবদ্ধ করতে পুলিশবাহিনীকে ব্যবহার করেছে। স্বাধীনতার পর সে ধারা থেকে সরে আসার সুযোগ সৃষ্টি হলেও ’৭৫-পরবর্তী সামরিক জান্তা ও তাদের বশংবদদের শাসনের কারণে সম্ভব হয়নি। আশার কথা, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুলিশবাহিনীকে নতুন আঙ্গিকে সাজানোর তাগিদ অনুভব করছে। প্রধানমন্ত্রীও ইতিপূর্বে পুলিশকে জনবান্ধবভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। মামলার ক্ষেত্রে দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার তাগিদ দিয়েছেন। পুলিশবাহিনীর সামর্থ্য বাড়াতে লোকবল বাড়ানোসহ অন্যান্য উদ্যোগও নেওয়া হয়েছে। স্বীকার করতেই হবে, পুলিশহীন কোনো রাষ্ট্র কিংবা সমাজ কল্পনা করাও কঠিন। আমাদের মুক্তিযুদ্ধে পুলিশবাহিনীর অবদান অনস্বীকার্য। পুলিশবাহিনীকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তোলার সাম্প্রতিক উদ্যোগ বাস্তবে পরিণত করার ব্যাপারে সরকার ও রাষ্ট্র সাধ্যের সবকিছু করবে- দেশবাসী এমনটিই দেখতে চায়।
শিরোনাম
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
- নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
- হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
- নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!