সেবাপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেজন্য সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য পুলিশবাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে বুধবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, জনগণকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সেবাপ্রার্থীদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও পরামর্শদানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পুলিশবাহিনীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবা প্রদানেরও তাগিদ দিয়েছেন তিনি। রাষ্ট্রপতির বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ এবং এতে জনইচ্ছারই প্রতিফলন ঘটেছে। অগ্রসর গণতান্ত্রিক দেশগুলোয় পুলিশকে বলা হয় জনগণের বন্ধু। মানুষের সবচেয়ে আস্থার স্থলে থাকে পুলিশের অবস্থান। আমাদের দেশের পুলিশ এ ভূমিকা পালন করে কিনা তা একটি প্রশ্নবিদ্ধ বিষয়। যুগ যুগ ধরে সব দিক থেকে পিছিয়ে থাকা আমাদের এই দেশে অগ্রসর দেশগুলোর মানদণ্ডে পুলিশের অবস্থান যে সন্তুষ্ট হওয়ার মতো নয়, এটি খুবই বোধগম্য বিষয়। শত শত বছর ধরে আমাদের এই ভূখণ্ডে পরাধীনতার অভিশাপ বিরাজ করেছে। ভিনদেশি শাসকরা এ দেশের মানুষকে তাদের শাসনের অক্টোপাসে আবদ্ধ করতে পুলিশবাহিনীকে ব্যবহার করেছে। স্বাধীনতার পর সে ধারা থেকে সরে আসার সুযোগ সৃষ্টি হলেও ’৭৫-পরবর্তী সামরিক জান্তা ও তাদের বশংবদদের শাসনের কারণে সম্ভব হয়নি। আশার কথা, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুলিশবাহিনীকে নতুন আঙ্গিকে সাজানোর তাগিদ অনুভব করছে। প্রধানমন্ত্রীও ইতিপূর্বে পুলিশকে জনবান্ধবভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। মামলার ক্ষেত্রে দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার তাগিদ দিয়েছেন। পুলিশবাহিনীর সামর্থ্য বাড়াতে লোকবল বাড়ানোসহ অন্যান্য উদ্যোগও নেওয়া হয়েছে। স্বীকার করতেই হবে, পুলিশহীন কোনো রাষ্ট্র কিংবা সমাজ কল্পনা করাও কঠিন। আমাদের মুক্তিযুদ্ধে পুলিশবাহিনীর অবদান অনস্বীকার্য। পুলিশবাহিনীকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তোলার সাম্প্রতিক উদ্যোগ বাস্তবে পরিণত করার ব্যাপারে সরকার ও রাষ্ট্র সাধ্যের সবকিছু করবে- দেশবাসী এমনটিই দেখতে চায়।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ