লাখ লাখ রোহিঙ্গার ভারে পর্যটনস্বর্গ কক্সবাজারের টেকনাফ, উখিয়া বৈশিষ্ট্য হারাতে বসেছে। এ এলাকার মানুষ স্বদেশেই এখন পরবাসী হয়ে পড়েছেন ‘রোহিঙ্গা আগ্রাসনে’। আজ থেকে ১৪ মাস আগে টেকনাফ, উখিয়ার চারদিকে ছিল সবুজ পাহাড়। পাহাড়ে ছিল গহিন অরণ্য। বন্যপ্রাণীর অভয়ারণ্য এসব পাহাড়ে এখনো কিছুদূর পরপরই বন বিভাগের সতর্কতামূলক বিলবোর্ড চোখে পড়ে। কিন্তু মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঠাঁই দিতে গিয়ে ভাঙাগড়ার মুখে পড়েছে টেকনাফ, উখিয়ার সবুজ পাহাড়। সময় গড়ার সঙ্গে সঙ্গে সেখানকার পরিস্থিতিও পাল্টে গেছে। পাহাড় কেটে পাকা রাস্তা, কংক্রিটের ব্রিজ, আরসিসি পিলারের ভবন গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যে সেখানে গড়ে উঠেছে হাটবাজার, বিপণিবিতান, স্কুল, মাদ্রাসা ও হাসপাতাল। সকাল-বিকাল শত শত দামি জিপ, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোর চলাচলে মুখরিত থাকে শিবির। কখনো কখনো দীর্ঘ যানজটেও পড়তে হয় পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা সড়কে। সন্ধ্যা হলেই বৈদ্যুতিক খুঁটির মাথায় জ্বলে ওঠে আলো। তখন এ এলাকাকে মনে হয় ঝলমলে এক জনপদ। আর এভাবে গড়ে উঠেছে নতুন এক নগরী, যা শুধু রোহিঙ্গাদের। উখিয়ার বালুখালী পশ্চিমপাড়া, জুমেরছড়া, থাইংখালীর লন্ডাখালী, ময়নারঘোনা, তাজনিরমারখোলা, কুতুপালংয়ের মধুরছড়া, লম্বাশিয়ার পাহাড়কে কেন্দ্র করে অবাঞ্ছিতভাবে ঘটেছে নতুন নগরী গড়ে ওঠার নানা ঘটনা। ২০১৭ সালে রোহিঙ্গা অনুপ্রবেশের সময় বা তার কিছু পরে এসব স্থানে হাঁটুকাদা ডিঙিয়ে যেতে হতো। লাখ লাখ মানুষের প্রয়োজনে সে এলাকায় পাকা রাস্তাঘাট গড়ে ওঠায় উধাও হয়েছে সবুজ পরিবেশ। রোহিঙ্গাদের আগমন সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করেছে। বেপরোয়া রোহিঙ্গা অপরাধীরা প্রকাশ্যে ঘটিয়ে চলেছে একের পর এক অঘটন। মাদক ব্যবসায় এ জনগোষ্ঠীর বিপুলসংখ্যক লোক জড়িত। অস্ত্র ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা আছে রোহিঙ্গাদের একাংশের। বাংলাদেশের জন্য যা বিড়ম্বনা হয়ে দেখা দিচ্ছে। বাংলাদেশ এমনিতেই জনবহুল দেশ। নিজেদের মাথা গোঁজার স্থানের অভাব এ দেশে প্রকট। ১১ লাখ রোহিঙ্গার বোঝা কক্সবাজারের পরিবেশকে যেমন দূষিয়ে তুলছে, তেমন জননিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে; যার অবসানে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর কোনো বিকল্প নেই। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কুম্ভকর্ণের ঘুম ভাঙবেÑ এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
রোহিঙ্গা বিড়ম্বনা
আন্তর্জাতিক সম্প্রদায়ের ঘুম ভাঙুক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর