লাখ লাখ রোহিঙ্গার ভারে পর্যটনস্বর্গ কক্সবাজারের টেকনাফ, উখিয়া বৈশিষ্ট্য হারাতে বসেছে। এ এলাকার মানুষ স্বদেশেই এখন পরবাসী হয়ে পড়েছেন ‘রোহিঙ্গা আগ্রাসনে’। আজ থেকে ১৪ মাস আগে টেকনাফ, উখিয়ার চারদিকে ছিল সবুজ পাহাড়। পাহাড়ে ছিল গহিন অরণ্য। বন্যপ্রাণীর অভয়ারণ্য এসব পাহাড়ে এখনো কিছুদূর পরপরই বন বিভাগের সতর্কতামূলক বিলবোর্ড চোখে পড়ে। কিন্তু মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঠাঁই দিতে গিয়ে ভাঙাগড়ার মুখে পড়েছে টেকনাফ, উখিয়ার সবুজ পাহাড়। সময় গড়ার সঙ্গে সঙ্গে সেখানকার পরিস্থিতিও পাল্টে গেছে। পাহাড় কেটে পাকা রাস্তা, কংক্রিটের ব্রিজ, আরসিসি পিলারের ভবন গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যে সেখানে গড়ে উঠেছে হাটবাজার, বিপণিবিতান, স্কুল, মাদ্রাসা ও হাসপাতাল। সকাল-বিকাল শত শত দামি জিপ, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোর চলাচলে মুখরিত থাকে শিবির। কখনো কখনো দীর্ঘ যানজটেও পড়তে হয় পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা সড়কে। সন্ধ্যা হলেই বৈদ্যুতিক খুঁটির মাথায় জ্বলে ওঠে আলো। তখন এ এলাকাকে মনে হয় ঝলমলে এক জনপদ। আর এভাবে গড়ে উঠেছে নতুন এক নগরী, যা শুধু রোহিঙ্গাদের। উখিয়ার বালুখালী পশ্চিমপাড়া, জুমেরছড়া, থাইংখালীর লন্ডাখালী, ময়নারঘোনা, তাজনিরমারখোলা, কুতুপালংয়ের মধুরছড়া, লম্বাশিয়ার পাহাড়কে কেন্দ্র করে অবাঞ্ছিতভাবে ঘটেছে নতুন নগরী গড়ে ওঠার নানা ঘটনা। ২০১৭ সালে রোহিঙ্গা অনুপ্রবেশের সময় বা তার কিছু পরে এসব স্থানে হাঁটুকাদা ডিঙিয়ে যেতে হতো। লাখ লাখ মানুষের প্রয়োজনে সে এলাকায় পাকা রাস্তাঘাট গড়ে ওঠায় উধাও হয়েছে সবুজ পরিবেশ। রোহিঙ্গাদের আগমন সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করেছে। বেপরোয়া রোহিঙ্গা অপরাধীরা প্রকাশ্যে ঘটিয়ে চলেছে একের পর এক অঘটন। মাদক ব্যবসায় এ জনগোষ্ঠীর বিপুলসংখ্যক লোক জড়িত। অস্ত্র ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা আছে রোহিঙ্গাদের একাংশের। বাংলাদেশের জন্য যা বিড়ম্বনা হয়ে দেখা দিচ্ছে। বাংলাদেশ এমনিতেই জনবহুল দেশ। নিজেদের মাথা গোঁজার স্থানের অভাব এ দেশে প্রকট। ১১ লাখ রোহিঙ্গার বোঝা কক্সবাজারের পরিবেশকে যেমন দূষিয়ে তুলছে, তেমন জননিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে; যার অবসানে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর কোনো বিকল্প নেই। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কুম্ভকর্ণের ঘুম ভাঙবেÑ এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
রোহিঙ্গা বিড়ম্বনা
আন্তর্জাতিক সম্প্রদায়ের ঘুম ভাঙুক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর