প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তায় ওভারটেকিং নামের অসুস্থ প্রতিযোগিতা ও ফিটনেসবিহীন গাড়ি চালানোকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে এ অসুস্থ প্রতিযোগিতা বন্ধের তাগিদ দিয়েছেন। বলেছেন, নিরাপদ সড়কের দায়িত্ব শুধু সরকারের নয়, গাড়িচালক, পথচারী থেকে শুরু করে সব মানুষের। মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস, ২০১৯’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেছেন, রাস্তা বিবেচনা করে সবাইকে গাড়ি চালাতে হবে। নকশা পরিবর্তন করে গাড়ি বড় করা যাবে না। আরেকটি গাড়ি যাওয়ার সাইড বিবেচনা করতে হবে। অনেকেই সিট বাড়ানোর জন্য পরিবহনের আকার বাড়ায়। এটা বন্ধ করতে হবে। পেছনে কোনো গাড়ি আছে কিনা, রাস্তার সাইড কতটুকু আছে, ভুল পথে গাড়ি চলছে কিনা এমন বিষয় মাথায় রেখে চালকদের গাড়ি চালাতে হবে। চালকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নয় তো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পথচারীদেরও সচেতনভাবে চলতে হবে। শুধু চালকদের দোষ দিলে হবে না। চলাফেরায় সচেতন থাকতে হবে সবাইকে। দুর্ঘটনা ঘটলে দেখতে হবে দোষ আসলে কার। পথচারীদেরও দায়িত্ব আছে। যারা গাড়ি চালান তাদেরও দায়িত্ব আছে। নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য অবশ্যই প্রশংসার দাবিদার। তবে স্বীকার করতেই হবে, কথাগুলো পত্রপত্রিকা বা সংবাদমাধ্যমে বিভিন্নভাবে তুলে ধরা হচ্ছে। কিন্তু যাদের এসব দেখভাল করার দায়িত্ব তারা কুম্ভকর্ণের ঘুমে থাকায় সড়ক নৈরাজ্যের অবসান ঘটছে না। বিশেষত, গাড়ির চালক ও মালিকদের সঙ্গে ট্রাফিক পুলিশের গোপন সমঝোতা না থাকলে ওভারটেকিং করে কারোর পার পাওয়ার কথা নয়। ফিটনেসবিহীন গাড়ির ভাগাড় হিসেবে রাজধানীর নতুন পরিচিতি গড়ে ওঠার যে আশঙ্কা দেখা দিচ্ছে তা হওয়ার কথা নয়। আমরা আশা করব, প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যগুলো যাতে ট্রাফিক পুলিশ ও পরিবহন চালকরা মান্য করতে বাধ্য হন তা নিশ্চিত করা হবে। পরিবহন চালক ও মালিকদের দাসত্বের বদলে জনগণের সেবক হওয়ার মানসিকতা তারা যাতে অর্জন করেন তা নিশ্চিত করা জরুরি।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
সড়কে অসুস্থ প্রতিযোগিতা
এ নৈরাজ্যের অবসান কাম্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর