প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তায় ওভারটেকিং নামের অসুস্থ প্রতিযোগিতা ও ফিটনেসবিহীন গাড়ি চালানোকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে এ অসুস্থ প্রতিযোগিতা বন্ধের তাগিদ দিয়েছেন। বলেছেন, নিরাপদ সড়কের দায়িত্ব শুধু সরকারের নয়, গাড়িচালক, পথচারী থেকে শুরু করে সব মানুষের। মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস, ২০১৯’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেছেন, রাস্তা বিবেচনা করে সবাইকে গাড়ি চালাতে হবে। নকশা পরিবর্তন করে গাড়ি বড় করা যাবে না। আরেকটি গাড়ি যাওয়ার সাইড বিবেচনা করতে হবে। অনেকেই সিট বাড়ানোর জন্য পরিবহনের আকার বাড়ায়। এটা বন্ধ করতে হবে। পেছনে কোনো গাড়ি আছে কিনা, রাস্তার সাইড কতটুকু আছে, ভুল পথে গাড়ি চলছে কিনা এমন বিষয় মাথায় রেখে চালকদের গাড়ি চালাতে হবে। চালকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নয় তো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পথচারীদেরও সচেতনভাবে চলতে হবে। শুধু চালকদের দোষ দিলে হবে না। চলাফেরায় সচেতন থাকতে হবে সবাইকে। দুর্ঘটনা ঘটলে দেখতে হবে দোষ আসলে কার। পথচারীদেরও দায়িত্ব আছে। যারা গাড়ি চালান তাদেরও দায়িত্ব আছে। নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য অবশ্যই প্রশংসার দাবিদার। তবে স্বীকার করতেই হবে, কথাগুলো পত্রপত্রিকা বা সংবাদমাধ্যমে বিভিন্নভাবে তুলে ধরা হচ্ছে। কিন্তু যাদের এসব দেখভাল করার দায়িত্ব তারা কুম্ভকর্ণের ঘুমে থাকায় সড়ক নৈরাজ্যের অবসান ঘটছে না। বিশেষত, গাড়ির চালক ও মালিকদের সঙ্গে ট্রাফিক পুলিশের গোপন সমঝোতা না থাকলে ওভারটেকিং করে কারোর পার পাওয়ার কথা নয়। ফিটনেসবিহীন গাড়ির ভাগাড় হিসেবে রাজধানীর নতুন পরিচিতি গড়ে ওঠার যে আশঙ্কা দেখা দিচ্ছে তা হওয়ার কথা নয়। আমরা আশা করব, প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যগুলো যাতে ট্রাফিক পুলিশ ও পরিবহন চালকরা মান্য করতে বাধ্য হন তা নিশ্চিত করা হবে। পরিবহন চালক ও মালিকদের দাসত্বের বদলে জনগণের সেবক হওয়ার মানসিকতা তারা যাতে অর্জন করেন তা নিশ্চিত করা জরুরি।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন