প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তায় ওভারটেকিং নামের অসুস্থ প্রতিযোগিতা ও ফিটনেসবিহীন গাড়ি চালানোকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে এ অসুস্থ প্রতিযোগিতা বন্ধের তাগিদ দিয়েছেন। বলেছেন, নিরাপদ সড়কের দায়িত্ব শুধু সরকারের নয়, গাড়িচালক, পথচারী থেকে শুরু করে সব মানুষের। মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস, ২০১৯’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেছেন, রাস্তা বিবেচনা করে সবাইকে গাড়ি চালাতে হবে। নকশা পরিবর্তন করে গাড়ি বড় করা যাবে না। আরেকটি গাড়ি যাওয়ার সাইড বিবেচনা করতে হবে। অনেকেই সিট বাড়ানোর জন্য পরিবহনের আকার বাড়ায়। এটা বন্ধ করতে হবে। পেছনে কোনো গাড়ি আছে কিনা, রাস্তার সাইড কতটুকু আছে, ভুল পথে গাড়ি চলছে কিনা এমন বিষয় মাথায় রেখে চালকদের গাড়ি চালাতে হবে। চালকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নয় তো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পথচারীদেরও সচেতনভাবে চলতে হবে। শুধু চালকদের দোষ দিলে হবে না। চলাফেরায় সচেতন থাকতে হবে সবাইকে। দুর্ঘটনা ঘটলে দেখতে হবে দোষ আসলে কার। পথচারীদেরও দায়িত্ব আছে। যারা গাড়ি চালান তাদেরও দায়িত্ব আছে। নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য অবশ্যই প্রশংসার দাবিদার। তবে স্বীকার করতেই হবে, কথাগুলো পত্রপত্রিকা বা সংবাদমাধ্যমে বিভিন্নভাবে তুলে ধরা হচ্ছে। কিন্তু যাদের এসব দেখভাল করার দায়িত্ব তারা কুম্ভকর্ণের ঘুমে থাকায় সড়ক নৈরাজ্যের অবসান ঘটছে না। বিশেষত, গাড়ির চালক ও মালিকদের সঙ্গে ট্রাফিক পুলিশের গোপন সমঝোতা না থাকলে ওভারটেকিং করে কারোর পার পাওয়ার কথা নয়। ফিটনেসবিহীন গাড়ির ভাগাড় হিসেবে রাজধানীর নতুন পরিচিতি গড়ে ওঠার যে আশঙ্কা দেখা দিচ্ছে তা হওয়ার কথা নয়। আমরা আশা করব, প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যগুলো যাতে ট্রাফিক পুলিশ ও পরিবহন চালকরা মান্য করতে বাধ্য হন তা নিশ্চিত করা হবে। পরিবহন চালক ও মালিকদের দাসত্বের বদলে জনগণের সেবক হওয়ার মানসিকতা তারা যাতে অর্জন করেন তা নিশ্চিত করা জরুরি।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
সড়কে অসুস্থ প্রতিযোগিতা
এ নৈরাজ্যের অবসান কাম্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর