দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের লড়াই জনমনে দৃশ্যত আশাবাদ সৃষ্টি করেছে। তবে এ লড়াই নিয়ে সংশয়ও কম নয়। কারণ দেশের জনগণ সেই পাকিস্তান আমল থেকেই দুর্নীতিবিরোধী লড়াই সম্পর্কে অবগত। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নামে বজ্র আঁটুনি ফসকা গেরো নামের তিক্ত অভিজ্ঞতাও দেশবাসীর কম নয়। ওয়ান-ইলেভেনের কুশীলবরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করে দেশবাসীর মনে আশা জাগিয়ে তুলেছিল। কিন্তু সে লড়াই আরও বেশি দুর্নীতি নিশ্চিত করেছে। দুর্নীতিবাজদের পাকড়াওয়ের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে ওয়ান-ইলেভেনের কুশীলবরা। এমনকি দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করে তাদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনাও ঘটেছে। তবে অতীতের দুর্নীতিবিরোধী লড়াই এবং বর্তমান লড়াইয়ের গুণগত পার্থক্যও অনস্বীকার্য। অতীতে দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত লড়াইয়ের পাঁয়তারা করেছিল অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসা মহাদুর্নীতিবাজরা। নিজেদের অবৈধ ক্ষমতা গ্রহণকে হালাল করার জন্য জনগণকে ধোঁকা দিতে তারা তথাকথিত দুর্নীতিবিরোধী লড়াইয়ের ভেঁপু বাজিয়েছে। অন্যদিকে চলমান দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে ক্ষমতায় অধিষ্ঠিত সাংবিধানিক সরকার। দ্বিতীয়ত এ সরকারের নেতৃত্ব দিচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছেন তার ঘর থেকে। সাফ সাফ বলে দিয়েছেন দুর্নীতিবাজ সে আত্মীয় হোক দলের লোক হোক কেউ ছাড় পাবে না। সরকার যে এ লড়াই আরও দৃঢ়ভাবে এগিয়ে নিতে আগ্রহী তা প্রকাশ পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যে। তিনি বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সারা দেশেই অভিযান চালানো হবে। অনেক নেতা, এমপি ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী নজরদারিতে আছেন। দেশের উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই জোরদার করার বিকল্প নেই। সরকারের সব অর্জন কিছু লুটেরা খেয়ে ফেলবে তা বাঞ্ছনীয় নয়। আমরা আশা করব সরকার তার প্রতিশ্রুতিতে অটল থাকবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
দুর্নীতিবিরোধী লড়াই
প্রতিশ্রুতি পূরণ কাম্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর