দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের লড়াই জনমনে দৃশ্যত আশাবাদ সৃষ্টি করেছে। তবে এ লড়াই নিয়ে সংশয়ও কম নয়। কারণ দেশের জনগণ সেই পাকিস্তান আমল থেকেই দুর্নীতিবিরোধী লড়াই সম্পর্কে অবগত। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নামে বজ্র আঁটুনি ফসকা গেরো নামের তিক্ত অভিজ্ঞতাও দেশবাসীর কম নয়। ওয়ান-ইলেভেনের কুশীলবরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করে দেশবাসীর মনে আশা জাগিয়ে তুলেছিল। কিন্তু সে লড়াই আরও বেশি দুর্নীতি নিশ্চিত করেছে। দুর্নীতিবাজদের পাকড়াওয়ের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে ওয়ান-ইলেভেনের কুশীলবরা। এমনকি দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করে তাদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনাও ঘটেছে। তবে অতীতের দুর্নীতিবিরোধী লড়াই এবং বর্তমান লড়াইয়ের গুণগত পার্থক্যও অনস্বীকার্য। অতীতে দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত লড়াইয়ের পাঁয়তারা করেছিল অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসা মহাদুর্নীতিবাজরা। নিজেদের অবৈধ ক্ষমতা গ্রহণকে হালাল করার জন্য জনগণকে ধোঁকা দিতে তারা তথাকথিত দুর্নীতিবিরোধী লড়াইয়ের ভেঁপু বাজিয়েছে। অন্যদিকে চলমান দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে ক্ষমতায় অধিষ্ঠিত সাংবিধানিক সরকার। দ্বিতীয়ত এ সরকারের নেতৃত্ব দিচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছেন তার ঘর থেকে। সাফ সাফ বলে দিয়েছেন দুর্নীতিবাজ সে আত্মীয় হোক দলের লোক হোক কেউ ছাড় পাবে না। সরকার যে এ লড়াই আরও দৃঢ়ভাবে এগিয়ে নিতে আগ্রহী তা প্রকাশ পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যে। তিনি বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সারা দেশেই অভিযান চালানো হবে। অনেক নেতা, এমপি ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী নজরদারিতে আছেন। দেশের উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই জোরদার করার বিকল্প নেই। সরকারের সব অর্জন কিছু লুটেরা খেয়ে ফেলবে তা বাঞ্ছনীয় নয়। আমরা আশা করব সরকার তার প্রতিশ্রুতিতে অটল থাকবে।
শিরোনাম
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
- গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
- সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
- আমজনতার দলকে নিবন্ধন দিলে গণতন্ত্র শক্তিশালী হবে : নাছির
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
দুর্নীতিবিরোধী লড়াই
প্রতিশ্রুতি পূরণ কাম্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর