দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের লড়াই জনমনে দৃশ্যত আশাবাদ সৃষ্টি করেছে। তবে এ লড়াই নিয়ে সংশয়ও কম নয়। কারণ দেশের জনগণ সেই পাকিস্তান আমল থেকেই দুর্নীতিবিরোধী লড়াই সম্পর্কে অবগত। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নামে বজ্র আঁটুনি ফসকা গেরো নামের তিক্ত অভিজ্ঞতাও দেশবাসীর কম নয়। ওয়ান-ইলেভেনের কুশীলবরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করে দেশবাসীর মনে আশা জাগিয়ে তুলেছিল। কিন্তু সে লড়াই আরও বেশি দুর্নীতি নিশ্চিত করেছে। দুর্নীতিবাজদের পাকড়াওয়ের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে ওয়ান-ইলেভেনের কুশীলবরা। এমনকি দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করে তাদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনাও ঘটেছে। তবে অতীতের দুর্নীতিবিরোধী লড়াই এবং বর্তমান লড়াইয়ের গুণগত পার্থক্যও অনস্বীকার্য। অতীতে দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত লড়াইয়ের পাঁয়তারা করেছিল অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসা মহাদুর্নীতিবাজরা। নিজেদের অবৈধ ক্ষমতা গ্রহণকে হালাল করার জন্য জনগণকে ধোঁকা দিতে তারা তথাকথিত দুর্নীতিবিরোধী লড়াইয়ের ভেঁপু বাজিয়েছে। অন্যদিকে চলমান দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে ক্ষমতায় অধিষ্ঠিত সাংবিধানিক সরকার। দ্বিতীয়ত এ সরকারের নেতৃত্ব দিচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছেন তার ঘর থেকে। সাফ সাফ বলে দিয়েছেন দুর্নীতিবাজ সে আত্মীয় হোক দলের লোক হোক কেউ ছাড় পাবে না। সরকার যে এ লড়াই আরও দৃঢ়ভাবে এগিয়ে নিতে আগ্রহী তা প্রকাশ পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যে। তিনি বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সারা দেশেই অভিযান চালানো হবে। অনেক নেতা, এমপি ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী নজরদারিতে আছেন। দেশের উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই জোরদার করার বিকল্প নেই। সরকারের সব অর্জন কিছু লুটেরা খেয়ে ফেলবে তা বাঞ্ছনীয় নয়। আমরা আশা করব সরকার তার প্রতিশ্রুতিতে অটল থাকবে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
দুর্নীতিবিরোধী লড়াই
প্রতিশ্রুতি পূরণ কাম্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর