দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের লড়াই জনমনে দৃশ্যত আশাবাদ সৃষ্টি করেছে। তবে এ লড়াই নিয়ে সংশয়ও কম নয়। কারণ দেশের জনগণ সেই পাকিস্তান আমল থেকেই দুর্নীতিবিরোধী লড়াই সম্পর্কে অবগত। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নামে বজ্র আঁটুনি ফসকা গেরো নামের তিক্ত অভিজ্ঞতাও দেশবাসীর কম নয়। ওয়ান-ইলেভেনের কুশীলবরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করে দেশবাসীর মনে আশা জাগিয়ে তুলেছিল। কিন্তু সে লড়াই আরও বেশি দুর্নীতি নিশ্চিত করেছে। দুর্নীতিবাজদের পাকড়াওয়ের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে ওয়ান-ইলেভেনের কুশীলবরা। এমনকি দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করে তাদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনাও ঘটেছে। তবে অতীতের দুর্নীতিবিরোধী লড়াই এবং বর্তমান লড়াইয়ের গুণগত পার্থক্যও অনস্বীকার্য। অতীতে দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত লড়াইয়ের পাঁয়তারা করেছিল অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসা মহাদুর্নীতিবাজরা। নিজেদের অবৈধ ক্ষমতা গ্রহণকে হালাল করার জন্য জনগণকে ধোঁকা দিতে তারা তথাকথিত দুর্নীতিবিরোধী লড়াইয়ের ভেঁপু বাজিয়েছে। অন্যদিকে চলমান দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে ক্ষমতায় অধিষ্ঠিত সাংবিধানিক সরকার। দ্বিতীয়ত এ সরকারের নেতৃত্ব দিচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছেন তার ঘর থেকে। সাফ সাফ বলে দিয়েছেন দুর্নীতিবাজ সে আত্মীয় হোক দলের লোক হোক কেউ ছাড় পাবে না। সরকার যে এ লড়াই আরও দৃঢ়ভাবে এগিয়ে নিতে আগ্রহী তা প্রকাশ পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যে। তিনি বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সারা দেশেই অভিযান চালানো হবে। অনেক নেতা, এমপি ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী নজরদারিতে আছেন। দেশের উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই জোরদার করার বিকল্প নেই। সরকারের সব অর্জন কিছু লুটেরা খেয়ে ফেলবে তা বাঞ্ছনীয় নয়। আমরা আশা করব সরকার তার প্রতিশ্রুতিতে অটল থাকবে।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দুর্নীতিবিরোধী লড়াই
প্রতিশ্রুতি পূরণ কাম্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর