ব্যাংক ঋণের মাত্রাতিরিক্ত সুদহার বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের জন্য বিপর্যয় ডেকে আনছে। দেশে বিনিয়োগের ধারা প্রত্যাশিত গতি পাচ্ছে না ব্যাংক ঋণের উচ্চহারের সুদের কারণে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাংক ঋণের হার এক অঙ্কে নামিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে ব্যাংকের কর্ণধারদের সঙ্গে বৈঠক করে ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনতে ব্যাংকগুলোর পক্ষ থেকে দেওয়া বেশকিছু প্রস্তাব মেনেও নেন। কিন্তু কথা দিয়েও কথা রাখেনি বেসরকারি ব্যাংকগুলো। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ব্যাংকগুলোর নেতিবাচক মনোভাবের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, চক্রবৃদ্ধি সুদের চাপে অনেক ব্যবসায়ীরই পথে বসার উপক্রম হয়েছে। ব্যাংক খাতে যেমন স্বেচ্ছা ঋণখেলাপি রয়েছে, তেমন অতিরিক্ত সুুদের চক্করে পড়েও ঋণখেলাপি হয়েছেন এমন নজিরও বিদ্যমান। ফলে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের স্বার্থে সিঙ্গেল ডিজিট সুদহার বাস্তবায়নে হার্ডলাইনে রয়েছে সরকার। ব্যাংকগুলোর প্রতি হুঁশিয়ারি দিয়ে অর্থমন্ত্রী বলেছেন, সিঙ্গেল ডিজিট বাস্তবায়ন করতে না পারলে ব্যবসা বন্ধ করে দিন। অক্টোবরের পর এখন পর্যন্ত যেসব ব্যাংক এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে সরকার। ব্যবসায়ী সম্প্রদায়ের বক্তব্য, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের স্বার্থে তারা দীর্ঘদিন ধরে ব্যাংকের সুদহার নিয়ে কথা বলে আসছেন। এত বেশি উচ্চসুদ আর কোথাও নেই। সরকারও এ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। কিন্তু বেসরকারি ব্যাংকগুলো কথাই শুনছে না! গত সপ্তাহে একনেক সভায় একাধিক মন্ত্রী এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। সেখানে এ সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভও প্রকাশ করা হয়। এমনকি বার বার নির্দেশনা দেওয়া সত্ত্বেও যারা তা বাস্তবায়ন করছে না তাদের বিরুদ্ধে শাস্তির প্রস্তাবও করা হয়। দেশের ব্যবসা-বাণিজ্যের স্বার্থে ব্যাংক ঋণের সুদহার এক অঙ্কে নামানো দরকার। ব্যাংকগুলো লুটপাটের অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারলে এক অঙ্কের সুদেই তারা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকতে পারবে। যে কারণে ব্যাংকগুলোকে শুধু এক অঙ্কে সুদ নির্ধারণে চাপ সৃষ্টি করা নয়, সব ক্ষেত্রে স্বচ্ছতা প্রতিষ্ঠায়ও বাধ্য করতে হবে। ব্যাংকগুলো যাতে লুটপাটের মাধ্যম হিসেবে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করাও জরুরি।
শিরোনাম
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
ব্যাংক ঋণের সুদহার
এক অঙ্কে নামিয়ে আনা জরুরি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর