বাংলাদেশে উচ্চশিক্ষিতের হার বাড়ছে স্পুটনিক গতিতে। ব্যাঙের ছাতার মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা তথাকথিত উচ্চশিক্ষিতের সংখ্যা বাড়াতে সহায়তা করছে। বেকার সংখ্যা বৃদ্ধিতেও তা অবদান রাখছে। সামাজিক অস্থিরতা সৃষ্টির উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে অসামাঞ্জস্যে ভরা শিক্ষাব্যবস্থা। শিক্ষাবিদদের মতে দিকনির্দেশনাহীন শিক্ষা কার্যক্রম সংকটই শুধু বাড়াচ্ছে। উচ্চশিক্ষায় গুণগত মান না থাকায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি, শুধু সংখ্যা দিয়ে ঘাটতি পূরণ হওয়ার কথা নয়। এ জন্য গবেষণা ও বিজ্ঞাননির্ভর শিক্ষায় জোর দিতে হবে। শিক্ষায় গলদ থাকলে দক্ষ জনশক্তি তৈরি কঠিন হয়ে পড়ে। শিক্ষা খাতে কিছু জায়গায় দুর্নীতিও হচ্ছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে শিক্ষা খাতকে এগিয়ে নিতে মনিটরিংয়ে জোর দিতে হবে সরকারকে। অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক করা উচিত। মৌলিক শিক্ষা সম্পন্ন হলে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। কর্মমুখী শিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে। বাধ্যতামূলক শিক্ষা শেষে মেধার ভিত্তিতে উচ্চশিক্ষার ব্যবস্থা করাই বাঞ্ছনীয়। সবার উচ্চশিক্ষার দিকে যাওয়ার প্রয়োজন নেই। বৃত্তিমূলক শিক্ষার মধ্যে রয়েছেÑ মৎস্য পালন, পোলট্রি ফার্মিং, একই সঙ্গে কারিগরি শিক্ষার দিকে নিয়ে যেতে হবে। এতে শিক্ষিত বেকারের সংখ্যা কমবে। পরীক্ষা পদ্ধতিতেও আমূল পরিবর্তন আনতে হবে। সৃজনশীল পরীক্ষা পদ্ধতিকে সত্যিকার অর্থেই সৃজনশীল করে তুলতে হবে। যারা অত্যন্ত মেধাবী তাদের উচ্চশিক্ষার পথ সুগম করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। উচ্চশিক্ষিতদের মধ্যে বিরাজমান ভয়াবহ বেকারত্ব দূর করতে সরকারকে দায়বদ্ধ ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। দেশে বিদেশি কর্মী নিয়োগ বন্ধের পথ খুঁজতে হবে। বাংলাদেশে হাজার হাজার উচ্চশিক্ষিত বেকারত্বের অভিশাপে ভুগছে অথচ দেশের প্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার বিদেশি কাজ করছে। চাকরিদাতারা দক্ষতার প্রশ্ন তুলে বিদেশি কর্মী নিয়োগ করছে ও মূল্যবান বৈদেশিক মুদ্রা পাচারের পথ তৈরি করছে। দক্ষতা কোনো অবস্থায় রাতারাতি গড়ে ওঠে না। দেশীয় প্রতিষ্ঠানগুলোতে শিক্ষানবিশ কর্মী নিয়োগের উদ্যোগ থাকতে হবে। যারা পরবর্তীতে দক্ষ হয়ে উঠবে। সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থেই দেশে কর্মরত সব দেশি-বিদেশি প্রতিষ্ঠান যাতে দক্ষ দেশীয় কর্মী সৃষ্টির উদ্যোগ নেয় তা নিশ্চিত করতে হবে।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
শিক্ষা সংকট
দক্ষ কর্মী সৃষ্টির উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর