করোনাভাইরাস মোকাবিলায় জাতি কতটা প্রস্তুত তা নিয়ে যখন দিকে দিকে সংশয় ছড়িয়ে পড়ছিল তখন আশার আলো হয়ে দেখা দিয়েছে বিভিন্ন নাগরিক উদ্যোগ। মানুষ মানুষের জন্য এই অনুভূতিতে সামর্থ্য অনুযায়ী বিভিন্ন স্তরের মানুষ বাড়িয়ে দিয়েছে তাদের সহায়তার হাত। যার বদৌলতে বেসরকারি উদ্যোগে তৈরি হচ্ছে চিকিৎসক এবং তাদের সহযোগীদের নিরাপত্তায় পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিনামূল্যে তা পৌঁছে দেওয়া হচ্ছে অসহায় মানুষের কাছে। সাধারণ মানুষের উদ্যোগে যেসব বিশেষ সুরক্ষিত পোশাক তৈরি হচ্ছে এগুলো বিনামূল্যে হাসপাতালগুলোয় পৌঁছে দেওয়া হবে। গত শনিবার পিপিইর ৩০টি নমুনা বা স্যাম্পল তৈরি করা হয়েছে। পে ইট ফরোয়ার্ড ও মানুষ মানুষের জন্য নামের দুই সংগঠনের উদ্যোগে পুরো প্রক্রিয়ার অর্থায়ন করছে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন ও ঢাকা রোটারি ক্লাব নর্থ-ওয়েস্ট। এর কারিগরি কাজের দায়িত্বে থাকা মার্কস অ্যান্ড স্পেনসারের বাংলাদেশ প্রধান স্বপ্নœ ভৌমিক অবশ্য বলেছেন, পিপিই বানানোর বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সাধারণ সেলাই মেশিনে পোশাকগুলো সেলাই করা হয়েছে। সেলাইয়ের কারণে পুরোপুরি বায়ুরোধী করা যায়নি। আশা করা হচ্ছে, দু-তিন দিনের মধ্যেই প্রাথমিকভাবে ব্যবহার-উপযোগী পিপিই বানানো সম্ভব হবে। করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে মিরপুরের ‘বাসন্তী নিবাস’ নামের নারীদের ক্যাপসুল হোটেলে বিনামূল্যে নারী চিকিৎসক ও নার্সদের থাকার ব্যবস্থা করেছে। থাকার সুবিধা দেওয়ার পাশাপাশি হোটেলটি সেই চিকিৎসক ও নার্সদের সকাল, দুপুর এবং রাতের খাবারও বিনামূল্যে সরবরাহ করছে। এ ছাড়া করোনা প্রতিরোধে ফেসবুকের বিভিন্ন গ্রুপভিত্তিক পেজের সদস্যরাও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করছেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। জাতীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচি সীমিত করা হয়েছে। এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্ধ রাখা হচ্ছে বিপণিবিতান। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সমাজের সর্বস্তরে যে সচেতনতা গড়ে উঠছে তা আশাজাগানিয়া ঘটনা। মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস ভাইরাসের বিরুদ্ধে জয়ী হওয়ার শক্তি জোগাবে বলে আমাদের বিশ্বাস।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
মানুষ মানুষের জন্য
সহমর্মিতার এ ধারা আশাজাগানিয়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর