করোনাভাইরাস মোকাবিলায় জাতি কতটা প্রস্তুত তা নিয়ে যখন দিকে দিকে সংশয় ছড়িয়ে পড়ছিল তখন আশার আলো হয়ে দেখা দিয়েছে বিভিন্ন নাগরিক উদ্যোগ। মানুষ মানুষের জন্য এই অনুভূতিতে সামর্থ্য অনুযায়ী বিভিন্ন স্তরের মানুষ বাড়িয়ে দিয়েছে তাদের সহায়তার হাত। যার বদৌলতে বেসরকারি উদ্যোগে তৈরি হচ্ছে চিকিৎসক এবং তাদের সহযোগীদের নিরাপত্তায় পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিনামূল্যে তা পৌঁছে দেওয়া হচ্ছে অসহায় মানুষের কাছে। সাধারণ মানুষের উদ্যোগে যেসব বিশেষ সুরক্ষিত পোশাক তৈরি হচ্ছে এগুলো বিনামূল্যে হাসপাতালগুলোয় পৌঁছে দেওয়া হবে। গত শনিবার পিপিইর ৩০টি নমুনা বা স্যাম্পল তৈরি করা হয়েছে। পে ইট ফরোয়ার্ড ও মানুষ মানুষের জন্য নামের দুই সংগঠনের উদ্যোগে পুরো প্রক্রিয়ার অর্থায়ন করছে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন ও ঢাকা রোটারি ক্লাব নর্থ-ওয়েস্ট। এর কারিগরি কাজের দায়িত্বে থাকা মার্কস অ্যান্ড স্পেনসারের বাংলাদেশ প্রধান স্বপ্নœ ভৌমিক অবশ্য বলেছেন, পিপিই বানানোর বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সাধারণ সেলাই মেশিনে পোশাকগুলো সেলাই করা হয়েছে। সেলাইয়ের কারণে পুরোপুরি বায়ুরোধী করা যায়নি। আশা করা হচ্ছে, দু-তিন দিনের মধ্যেই প্রাথমিকভাবে ব্যবহার-উপযোগী পিপিই বানানো সম্ভব হবে। করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে মিরপুরের ‘বাসন্তী নিবাস’ নামের নারীদের ক্যাপসুল হোটেলে বিনামূল্যে নারী চিকিৎসক ও নার্সদের থাকার ব্যবস্থা করেছে। থাকার সুবিধা দেওয়ার পাশাপাশি হোটেলটি সেই চিকিৎসক ও নার্সদের সকাল, দুপুর এবং রাতের খাবারও বিনামূল্যে সরবরাহ করছে। এ ছাড়া করোনা প্রতিরোধে ফেসবুকের বিভিন্ন গ্রুপভিত্তিক পেজের সদস্যরাও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করছেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। জাতীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচি সীমিত করা হয়েছে। এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্ধ রাখা হচ্ছে বিপণিবিতান। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সমাজের সর্বস্তরে যে সচেতনতা গড়ে উঠছে তা আশাজাগানিয়া ঘটনা। মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস ভাইরাসের বিরুদ্ধে জয়ী হওয়ার শক্তি জোগাবে বলে আমাদের বিশ্বাস।
শিরোনাম
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ