করোনাভাইরাস মোকাবিলায় জাতি কতটা প্রস্তুত তা নিয়ে যখন দিকে দিকে সংশয় ছড়িয়ে পড়ছিল তখন আশার আলো হয়ে দেখা দিয়েছে বিভিন্ন নাগরিক উদ্যোগ। মানুষ মানুষের জন্য এই অনুভূতিতে সামর্থ্য অনুযায়ী বিভিন্ন স্তরের মানুষ বাড়িয়ে দিয়েছে তাদের সহায়তার হাত। যার বদৌলতে বেসরকারি উদ্যোগে তৈরি হচ্ছে চিকিৎসক এবং তাদের সহযোগীদের নিরাপত্তায় পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিনামূল্যে তা পৌঁছে দেওয়া হচ্ছে অসহায় মানুষের কাছে। সাধারণ মানুষের উদ্যোগে যেসব বিশেষ সুরক্ষিত পোশাক তৈরি হচ্ছে এগুলো বিনামূল্যে হাসপাতালগুলোয় পৌঁছে দেওয়া হবে। গত শনিবার পিপিইর ৩০টি নমুনা বা স্যাম্পল তৈরি করা হয়েছে। পে ইট ফরোয়ার্ড ও মানুষ মানুষের জন্য নামের দুই সংগঠনের উদ্যোগে পুরো প্রক্রিয়ার অর্থায়ন করছে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন ও ঢাকা রোটারি ক্লাব নর্থ-ওয়েস্ট। এর কারিগরি কাজের দায়িত্বে থাকা মার্কস অ্যান্ড স্পেনসারের বাংলাদেশ প্রধান স্বপ্নœ ভৌমিক অবশ্য বলেছেন, পিপিই বানানোর বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সাধারণ সেলাই মেশিনে পোশাকগুলো সেলাই করা হয়েছে। সেলাইয়ের কারণে পুরোপুরি বায়ুরোধী করা যায়নি। আশা করা হচ্ছে, দু-তিন দিনের মধ্যেই প্রাথমিকভাবে ব্যবহার-উপযোগী পিপিই বানানো সম্ভব হবে। করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে মিরপুরের ‘বাসন্তী নিবাস’ নামের নারীদের ক্যাপসুল হোটেলে বিনামূল্যে নারী চিকিৎসক ও নার্সদের থাকার ব্যবস্থা করেছে। থাকার সুবিধা দেওয়ার পাশাপাশি হোটেলটি সেই চিকিৎসক ও নার্সদের সকাল, দুপুর এবং রাতের খাবারও বিনামূল্যে সরবরাহ করছে। এ ছাড়া করোনা প্রতিরোধে ফেসবুকের বিভিন্ন গ্রুপভিত্তিক পেজের সদস্যরাও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করছেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। জাতীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচি সীমিত করা হয়েছে। এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্ধ রাখা হচ্ছে বিপণিবিতান। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সমাজের সর্বস্তরে যে সচেতনতা গড়ে উঠছে তা আশাজাগানিয়া ঘটনা। মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস ভাইরাসের বিরুদ্ধে জয়ী হওয়ার শক্তি জোগাবে বলে আমাদের বিশ্বাস।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে