নকল-ভেজালের রাজত্বে জেঁকে বসেছে নামিদামি ব্র্যান্ডের বিদেশি প্রসাধনীও। খাঁটি পণ্য পেতে ভোক্তারা নামিদামি চেইন শপ কিংবা দোকানে গিয়েও ঠকছে অবলীলায়। হুবহু লোগো কিংবা প্যাকেজিংয়ের জন্য অনেক সময় ভোক্তা এমনকি দোকানিও বুঝতে পারেন না কসমেটিকটি আসল নাকি নকল। তবে সবচেয়ে উদ্বেগের খবর হলো, আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেশের কয়েকটি নির্দিষ্ট এলাকা থেকেই কিছুদিন পরপর আবিষ্কার করছে নকল-ভেজাল প্রসাধনীর কারখানা। গ্রেফতার করছে কারখানার মালিককেও। কিছুদিন পর কারাগার থেকে বের হয়ে এসে ওই একই ব্যক্তি পুনরায় চালু করছে নকল-ভেজাল কারখানা। আইন প্রয়োগকারী সংস্থার এমন কর্মকা-ের পর ভেজালকে সঙ্গী করেই যেন অসহায় ভোক্তাদের সময় কাটছে। ভেজালই যেন হয়ে উঠছে জীবনের অবিচ্ছেদ্য অংশ। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দফতরের অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় নকল-ভেজাল পণ্যের বড় সিন্ডিকেট কাজ করে যাচ্ছে বছরের পর বছর। এতে প্রতি বছর শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এসব পণ্য পরীক্ষা করে দেখা গেছে, নকল পণ্যে যেসব কেমিক্যাল ব্যবহার হয় তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিকিৎসক তথা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী ব্যবহার করে ত্বকের সর্বনাশ ডেকে এনেছেন এমন রোগী প্রায়ই পাচ্ছেন। গাঁটের টাকা খরচ করে নকল বিদেশি প্রসাধনী কিনে যারা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। বলা হয়, রাজধানীতে বিদেশি প্রসাধনীর নামে যেসব পণ্য বিক্রি হয় তার ৯০ শতাংশই নকল। সম্প্রতি রাজধানীর মৌলভীবাজারের তাজমহল টাওয়ারে অভিযান চালিয়ে তাকওয়া এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে ৫০ ধরনের প্রায় সাড়ে ৩ কোটি টাকার প্রসাধনী আটক করা হয়েছে। নকল-ভেজাল বন্ধে অপরাধীদের বিরুদ্ধে আরও কড়া আইন প্রণয়নের উদ্যোগ নিতে হবে।
শিরোনাম
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত