শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
স্মরণ

মেয়র মোহাম্মদ হানিফ

 মেয়র মোহাম্মদ হানিফ

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও ঢাকার রাজনীতির অন্যতম নায়ক মোহাম্মদ হানিফ। ১৯৪৪ সালের ১ এপ্রিল পুরান ঢাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। পিতা আবদুল আজিজ আর মা মুন্নি বেগমের ছোট ছেলে হানিফ। তাঁর ডাকনাম ধনী। ছেলেবেলা থেকে রাজনীতি ও সামাজিক কর্মকান্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ছাত্রাবস্থায় ছাত্রলীগের অন্যতম কর্মী ছিলেন। ১৯৬০ সালে পুরান ঢাকার ইসলামিয়া হাইস্কুল থেকে এসএসসি পাস করে তৎকালীন কায়েদে আজম কলেজ (শহীদ সোহরাওয়ার্দী কলেজ) থেকে উচ্চমাধ্যমিক ও বিএ পাস করেন। পরে কিছুদিন আইন বিষয়ে লেখাপড়া করেন। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য মোহাম্মদ হানিফ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ছিলেন।

১৯৬৫ সালে বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে সফল ও বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি একান্ত সচিব থাকাকালে ছয় দফা আন্দোলনের প্রস্তুতি, ছয় দফা মুক্তিসনদ প্রণয়ন ও প্রচারে প্রশংসনীয় ভূমিকা রাখেন। ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর জাতীয় নির্বাচন ও ’৭১-এর মহান মুক্তিসংগ্রামে তাঁর বলিষ্ঠ ভূমিকা চিরস্মরণীয়। স্বাধীনতার পর অন্যান্য আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথের একজন কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন হানিফ। ’৭৩ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং হুইপের দায়িত্ব পালন করেন। ’৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবার নিহত হলে তিনি অত্যন্ত শোকাহত হন। ’৭৬ সালে হানিফ ঢাকা মহানগরী আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। দীর্ঘ ৩০ বছর এ দায়িত্ব পালন করেন। ’৯০ সালে এরশাদ স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ’৯৪ সালে তিনি ঢাকার মেয়র নির্বাচিত হন। ২০০৬ সালের আজকের দিনে মোহাম্মদ হানিফ ইহলোক ত্যাগ করেন। তাঁর মৃত্যু দিনে গভীর শ্রদ্ধা জানাই।

                -হাবিবুল ইসলাম সুমন

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর