নির্বাচন গণতান্ত্রিক সমাজের অনুষঙ্গ। গণতান্ত্রিক শাসনে দেশের মালিক মোক্তার বলে বিবেচিত হয় জনগণ। দেশ শাসনে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে নির্বাচনের মাধ্যমে গঠিত হয় জাতীয় সংসদ বা পার্লামেন্ট। সে নির্বাচন বিতর্কিত হয়ে পড়লে দেশ শাসনে জনগণের অংশীদারি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। দেশের ইতিহাসে বিতর্কিত নির্বাচনের সংখ্যা কম নয়। তবে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন অতীতের সব অনিয়ম ও অস্বচ্ছতাকে অতিক্রম করেছে। তিনটি নির্বাচনই প্রহসনের নির্বাচন বলে বোদ্ধাজনদের কাছে স্বীকৃতি পেয়েছে। এমনকি যারা এ তিন নির্বাচনের কুশীলব তারাও লজ্জার মাথা খেয়ে নিজেদের দ্বারা অনুষ্ঠিত নির্বাচনগুলোর দোষ ঢাকার সাফাই জোর গলায় বলতে পারেননি। জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল গণতন্ত্রহীনতার অনিবার্য প্রতিক্রিয়া হিসেবে। ওই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তারা এবং দেশের সিংহভাগ মানুষ প্রশ্নবিদ্ধ তিন নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোট দেওয়ার সৌভাগ্য তাদের হয়নি। অন্তর্বর্তী সরকার বিতর্কিত তিন নির্বাচনের সঙ্গে জড়িত দুই প্রধান নির্বাচন কমিশনারকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। তাদের রিমান্ডেও নেওয়া হয়েছে। নির্বাচন যে সুষ্ঠু হয়নি এ সত্যটা তারা স্বীকারও করেছেন। দুই প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তারের পর অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি, ইউএনও এবং ওসিরা আতঙ্কে ভুগছেন। উপসচিব ও সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বপালনকারী নির্বাচন কমিশনের কর্মকর্তারাও রয়েছেন আতঙ্কে। ইতোমধ্যে বিগত তিন নির্বাচনের অনিয়ম তদন্তে সরকার উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এর ফলে আতঙ্কে ভুগছেন তৃণমূলের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী স্কুলশিক্ষক পর্যন্ত। নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে সরকার যদি সুষ্ঠু নির্বাচন না চায়, তবে নির্বাচন কমিশনের সদিচ্ছা কোনো কাজে আসে না। নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত মাঠপর্যায়ের কর্মকর্তাদের সততার গুরুত্বও অনেক বেশি। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থেই অতীতের বিতর্কিত তিন নির্বাচনে জড়িত সবার জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
শিরোনাম
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
- রশিদপুরের পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু
- শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন
প্রশ্নবিদ্ধ নির্বাচন
সংশ্লিষ্টদের জবাবদিহিতে আনুন
প্রিন্ট ভার্সন
