নির্বাচন গণতান্ত্রিক সমাজের অনুষঙ্গ। গণতান্ত্রিক শাসনে দেশের মালিক মোক্তার বলে বিবেচিত হয় জনগণ। দেশ শাসনে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে নির্বাচনের মাধ্যমে গঠিত হয় জাতীয় সংসদ বা পার্লামেন্ট। সে নির্বাচন বিতর্কিত হয়ে পড়লে দেশ শাসনে জনগণের অংশীদারি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। দেশের ইতিহাসে বিতর্কিত নির্বাচনের সংখ্যা কম নয়। তবে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন অতীতের সব অনিয়ম ও অস্বচ্ছতাকে অতিক্রম করেছে। তিনটি নির্বাচনই প্রহসনের নির্বাচন বলে বোদ্ধাজনদের কাছে স্বীকৃতি পেয়েছে। এমনকি যারা এ তিন নির্বাচনের কুশীলব তারাও লজ্জার মাথা খেয়ে নিজেদের দ্বারা অনুষ্ঠিত নির্বাচনগুলোর দোষ ঢাকার সাফাই জোর গলায় বলতে পারেননি। জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল গণতন্ত্রহীনতার অনিবার্য প্রতিক্রিয়া হিসেবে। ওই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তারা এবং দেশের সিংহভাগ মানুষ প্রশ্নবিদ্ধ তিন নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোট দেওয়ার সৌভাগ্য তাদের হয়নি। অন্তর্বর্তী সরকার বিতর্কিত তিন নির্বাচনের সঙ্গে জড়িত দুই প্রধান নির্বাচন কমিশনারকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। তাদের রিমান্ডেও নেওয়া হয়েছে। নির্বাচন যে সুষ্ঠু হয়নি এ সত্যটা তারা স্বীকারও করেছেন। দুই প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তারের পর অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি, ইউএনও এবং ওসিরা আতঙ্কে ভুগছেন। উপসচিব ও সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বপালনকারী নির্বাচন কমিশনের কর্মকর্তারাও রয়েছেন আতঙ্কে। ইতোমধ্যে বিগত তিন নির্বাচনের অনিয়ম তদন্তে সরকার উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এর ফলে আতঙ্কে ভুগছেন তৃণমূলের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী স্কুলশিক্ষক পর্যন্ত। নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে সরকার যদি সুষ্ঠু নির্বাচন না চায়, তবে নির্বাচন কমিশনের সদিচ্ছা কোনো কাজে আসে না। নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত মাঠপর্যায়ের কর্মকর্তাদের সততার গুরুত্বও অনেক বেশি। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থেই অতীতের বিতর্কিত তিন নির্বাচনে জড়িত সবার জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
শিরোনাম
- টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন মুস্তাফিজ
- উল্লাপাড়ায় আদর্শ গ্রামে অগ্নিকাণ্ডে ১০ ঘর ভস্মীভূত
- কক্সবাজারে বিক্ষোভ মিছিলে বক্তব্যের পর বিএনপি নেতার মৃত্যু
- বিতর্কের মুখে শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল
- কুমিল্লা বোর্ডে এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ছাত্রলীগের ৪২১ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জবি ছাত্রদলের স্মারকলিপি
- রাজৈরে মাদ্রাসাছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন
- বাগেরহাটে শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
- নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে : সেলিমা রহমান
- রাজধানীতে মা-মেয়েকে হত্যা : দুই আসামির মৃত্যুদণ্ড
- ২০২৬ সালের এসএসসি-এইচএসসি নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ধারাভাষ্য দেবেন যারা
- হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ছয় মামলা বিচারের জন্য প্রস্তুত
- বগুড়ায় আদালত চত্বরে যুবলীগ নেতাকে ডিম নিক্ষেপ
- দেশজুড়ে অভিযানে গ্রেফতার ১৭৮৩
- সাংহাইয়ে বাংলাদেশের বিনিয়োগ সেমিনারে অংশ নিচ্ছে ১০০টির বেশি চীনা কোম্পানি
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থান
- বিমান মন্ত্রণালয়ের প্রকল্প নির্ধারিত সময় ও বাজেটের মধ্যেই শেষ করার নির্দেশ
- ‘রাষ্ট্র থেকে দুর্নীতি বন্ধ না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়’