কক্সবাজারকে বলা হয় দেশের পর্যটনের রাজধানী। বিশ্বের বৃহত্তম সমুদ্রসৈকতের অধিকারী কক্সবাজার দেশের অর্থনীতিরও অন্যতম কেন্দ্রে পরিণত হতে চলেছে। বর্তমান সরকার আমলে অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে পড়া এ এলাকার উন্নয়নে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তা এক কথায় বিশাল। কক্সবাজার ঘিরে নেওয়া হয়েছে ২৫টি মেগাসহ ৭৭টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের মধ্য দিয়ে কক্সবাজার দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। দ্রুত এগিয়ে চলা এসব প্রকল্প বাস্তবায়ন হলে কক্সবাজার হবে একটি উন্নত ও পরিপূর্ণ পর্যটননগর। ৭৭টি উন্নয়ন প্রকল্পে ৩ লাখ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হচ্ছে। এ জন্য অধিগ্রহণ করা হয়েছে প্রায় ১৪ হাজার একর জমি। আর জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ ধরা হয়েছে ৫ হাজার ৬৯৪ কোটি ৬১ লাখ ৪৭ হাজার ৯৮৩ টাকা। এর মধ্যে ৩ হাজার ৬১০ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ৪৬৩ টাকার চেক ক্ষতিগ্রস্তদের কাছে প্রদান করা হয়েছে। জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক হস্তান্তরে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কক্সবাজারে অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলে কলকারখানার জন্য কাঁচামাল ও মূলধনি পণ্য আমদানিতে সুবিধা পাওয়া যাবে। পণ্য রপ্তানিতেও মিলবে বাড়তি সুবিধা। চট্টগ্রাম বন্দর যেমন এ অঞ্চলের কাছে তেমন মাতারবাড়ীতে দেশের যে গভীর সমুদ্রবন্দর স্থাপন করা হচ্ছে তার অবস্থানও কাছে। ফলে কক্সবাজারে শিল্প স্থাপনে বিদেশি বিনিয়োগকারীরা বিশেষ আগ্রহ দেখাবে বলে আশা করা যায়। কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্থাপনের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে কক্সবাজার থেকে সারা দেশে পণ্য পাঠানো সহজতর হবে। কক্সবাজারে অর্থনৈতিক অঞ্চল স্থাপন হলে ওই অঞ্চলের সাধারণ মানুষের জীবনমানের উন্নতি ঘটবে। তবে একই সঙ্গে কক্সবাজারের উন্নয়নের স্বার্থে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করাও জরুরি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ