কক্সবাজারকে বলা হয় দেশের পর্যটনের রাজধানী। বিশ্বের বৃহত্তম সমুদ্রসৈকতের অধিকারী কক্সবাজার দেশের অর্থনীতিরও অন্যতম কেন্দ্রে পরিণত হতে চলেছে। বর্তমান সরকার আমলে অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে পড়া এ এলাকার উন্নয়নে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তা এক কথায় বিশাল। কক্সবাজার ঘিরে নেওয়া হয়েছে ২৫টি মেগাসহ ৭৭টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের মধ্য দিয়ে কক্সবাজার দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। দ্রুত এগিয়ে চলা এসব প্রকল্প বাস্তবায়ন হলে কক্সবাজার হবে একটি উন্নত ও পরিপূর্ণ পর্যটননগর। ৭৭টি উন্নয়ন প্রকল্পে ৩ লাখ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হচ্ছে। এ জন্য অধিগ্রহণ করা হয়েছে প্রায় ১৪ হাজার একর জমি। আর জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ ধরা হয়েছে ৫ হাজার ৬৯৪ কোটি ৬১ লাখ ৪৭ হাজার ৯৮৩ টাকা। এর মধ্যে ৩ হাজার ৬১০ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ৪৬৩ টাকার চেক ক্ষতিগ্রস্তদের কাছে প্রদান করা হয়েছে। জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক হস্তান্তরে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কক্সবাজারে অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলে কলকারখানার জন্য কাঁচামাল ও মূলধনি পণ্য আমদানিতে সুবিধা পাওয়া যাবে। পণ্য রপ্তানিতেও মিলবে বাড়তি সুবিধা। চট্টগ্রাম বন্দর যেমন এ অঞ্চলের কাছে তেমন মাতারবাড়ীতে দেশের যে গভীর সমুদ্রবন্দর স্থাপন করা হচ্ছে তার অবস্থানও কাছে। ফলে কক্সবাজারে শিল্প স্থাপনে বিদেশি বিনিয়োগকারীরা বিশেষ আগ্রহ দেখাবে বলে আশা করা যায়। কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্থাপনের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে কক্সবাজার থেকে সারা দেশে পণ্য পাঠানো সহজতর হবে। কক্সবাজারে অর্থনৈতিক অঞ্চল স্থাপন হলে ওই অঞ্চলের সাধারণ মানুষের জীবনমানের উন্নতি ঘটবে। তবে একই সঙ্গে কক্সবাজারের উন্নয়নের স্বার্থে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করাও জরুরি।
শিরোনাম
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা