কক্সবাজারকে বলা হয় দেশের পর্যটনের রাজধানী। বিশ্বের বৃহত্তম সমুদ্রসৈকতের অধিকারী কক্সবাজার দেশের অর্থনীতিরও অন্যতম কেন্দ্রে পরিণত হতে চলেছে। বর্তমান সরকার আমলে অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে পড়া এ এলাকার উন্নয়নে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তা এক কথায় বিশাল। কক্সবাজার ঘিরে নেওয়া হয়েছে ২৫টি মেগাসহ ৭৭টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের মধ্য দিয়ে কক্সবাজার দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। দ্রুত এগিয়ে চলা এসব প্রকল্প বাস্তবায়ন হলে কক্সবাজার হবে একটি উন্নত ও পরিপূর্ণ পর্যটননগর। ৭৭টি উন্নয়ন প্রকল্পে ৩ লাখ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হচ্ছে। এ জন্য অধিগ্রহণ করা হয়েছে প্রায় ১৪ হাজার একর জমি। আর জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ ধরা হয়েছে ৫ হাজার ৬৯৪ কোটি ৬১ লাখ ৪৭ হাজার ৯৮৩ টাকা। এর মধ্যে ৩ হাজার ৬১০ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ৪৬৩ টাকার চেক ক্ষতিগ্রস্তদের কাছে প্রদান করা হয়েছে। জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক হস্তান্তরে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কক্সবাজারে অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলে কলকারখানার জন্য কাঁচামাল ও মূলধনি পণ্য আমদানিতে সুবিধা পাওয়া যাবে। পণ্য রপ্তানিতেও মিলবে বাড়তি সুবিধা। চট্টগ্রাম বন্দর যেমন এ অঞ্চলের কাছে তেমন মাতারবাড়ীতে দেশের যে গভীর সমুদ্রবন্দর স্থাপন করা হচ্ছে তার অবস্থানও কাছে। ফলে কক্সবাজারে শিল্প স্থাপনে বিদেশি বিনিয়োগকারীরা বিশেষ আগ্রহ দেখাবে বলে আশা করা যায়। কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্থাপনের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে কক্সবাজার থেকে সারা দেশে পণ্য পাঠানো সহজতর হবে। কক্সবাজারে অর্থনৈতিক অঞ্চল স্থাপন হলে ওই অঞ্চলের সাধারণ মানুষের জীবনমানের উন্নতি ঘটবে। তবে একই সঙ্গে কক্সবাজারের উন্নয়নের স্বার্থে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করাও জরুরি।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা