উপাচার্য একটি বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেন, তাকে নিয়োগ দেন আচার্য ও রাষ্ট্রপতি। যে কোনো বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য এ পদ অপরিহার্য। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ‘একাডেমিক লিডার’ শুধু নন, তিনি প্রশাসনিক প্রধানও বটে। দেশে স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয় চালু আছে ৪৬টি, বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১০৭টি। একাধিক প্রতিষ্ঠানে উপাচার্যের পদ শূন্য-এ পরিস্থিতি কেন? পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ঘিরে বিতর্ক থেমে নেই। দুর্নীতি, অনিয়ম, নিয়োগবাণিজ্য, স্বজনপ্রীতি, ক্যাম্পাসে অবস্থান না করাসহ অনেক অভিযোগ এসব উপাচার্যের বিরুদ্ধে। এদের অনেকের বিরুদ্ধে তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করোনা, ধর্ষণসহ নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আনা নানা অভিযোগের সত্যতা পেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত ডিসেম্বরে কারণ দর্শাতে বলা হয়েছে উপাচার্যকে। অনিয়ম, দুর্নীতি, ক্যাম্পাসে উপস্থিত না থাকাসহ অনেক অভিযোগ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে। তার দায়িত্বের ১ হাজার ২৬৩ দিনের মধ্যে ১ হাজার ২৭ দিনই ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। সেখানার উপাচার্যপন্থি কিছু শিক্ষক ১৬ ডিসেম্বর জাতীয় পতাকার নকশা বিকৃত করে র্যালি করেছিল। ২০১৯ এ লন্ডনভিত্তিক শিক্ষাবিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের যে তালিকা তৈরি করেছিল সেখানে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। শিক্ষার মান নিম্নগামী হওয়ার পেছনে উপাচার্য, শিক্ষক রাজনীতিই মূল দায়ী। কারণ লোভনীয় এ পদে বসে তারা কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেন না। উপাচার্যরা সততা, নৈতিকতা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালন করবেন, তারা আইন মেনে চলবেন- এমনটাই আমাদের প্রত্যাশা। সম্মানজনক এ পদে অধিষ্ঠিতদের নিয়ে তদন্ত হয়-এটা শোভনীয় নয়। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ-সংশ্লিষ্ট সবার দায়বদ্ধতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারেন আচার্য বা রাষ্ট্রপতি; রাষ্ট্র তাকে সেই ক্ষমতা ও মর্যাদা দিয়েছে।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত