শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আলজাজিরার প্রতিবেদন

বাংলাদেশবিরোধী প্রচারণা উদ্দেশ্যমূলক

হাই কোর্ট কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায় প্রচারিত প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ ইউটিউব, টুইটার ইনস্টাগ্রামসহ সব অনলাইন প্ল্যাটফরম থেকে সরানোর নির্দেশ দিয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চের গত বুধবারের এ আদেশ অবিলম্বে বাস্তবায়নের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে নির্দেশ দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত একটি রিট শুনানি শেষে আদালত ওই নির্দেশ দেয়। বিটিআরসির আইনজীবী বলেছেন, তথ্যচিত্রটি অপসারণে যা যা দরকার তা করার নির্দেশ দিয়েছে আদালত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও সেনাবাহিনী নিয়ে আলজাজিরা প্রপাগান্ডা চালানোর পরও রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ কেন এত দিন চুপ করে বসে ছিল তা নিয়ে আদালত উষ্মা প্রকাশ করেছে। এ জন্য পুরো জাতির মধ্যে রক্তক্ষরণ হচ্ছে বলেও মন্তব্য করেছে আদালত। এর আগে ১৫ ফেব্রুয়ারি ছয় অ্যামিকাস কিউরি তাঁদের মতামত হাই কোর্টে তুলে ধরেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন আলজাজিরার আপত্তিকর প্রতিবেদনটির বিরুদ্ধে একটি রিট দায়ের করেন। আদালতের আদেশের ফলে সে রিটের নিষ্পত্তি হলো। কাতারভিত্তিক আলজাজিরা বহুল আলোচিত ও বিতর্কিত প্রচারমাধ্যম হিসেবে দুনিয়াজুড়ে পরিচিত। কাতারের রাজ পরিবারের মালিকানায় পরিচালিত এ টিভি চ্যানেলটি সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বললেও সে দেশের সরকার বা রাজ পরিবারের অপকর্মের ব্যাপারে নিশ্চুপ। কাতার তার দেশে ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার সুযোগ পেয়েছে বড় অঙ্কের ঘুষের বিনিময়ে। কিন্তু আলজাজিরা এ ব্যাপারে মুখ খোলার কোনো চেষ্টাও করেনি। ইসরায়েলকে স্বীকৃতিদানকারী অন্যতম মুসলিম দেশও কাতার। জঙ্গিবাদের মদদকারী হিসেবে দেশটি সমালোচিত একাধিক প্রতিবেশীর কাছে। এমনকি আলজাজিরাও এ ব্যাপারে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। এহেন প্রচারমাধ্যম বাংলাদেশবিরোধী যে উদ্দেশ্যমূলক প্রচারণায় নেমেছে তা কোনোভাবেই অনুমোদনযোগ্য নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর