হাই কোর্ট কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায় প্রচারিত প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ ইউটিউব, টুইটার ইনস্টাগ্রামসহ সব অনলাইন প্ল্যাটফরম থেকে সরানোর নির্দেশ দিয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চের গত বুধবারের এ আদেশ অবিলম্বে বাস্তবায়নের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে নির্দেশ দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত একটি রিট শুনানি শেষে আদালত ওই নির্দেশ দেয়। বিটিআরসির আইনজীবী বলেছেন, তথ্যচিত্রটি অপসারণে যা যা দরকার তা করার নির্দেশ দিয়েছে আদালত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও সেনাবাহিনী নিয়ে আলজাজিরা প্রপাগান্ডা চালানোর পরও রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ কেন এত দিন চুপ করে বসে ছিল তা নিয়ে আদালত উষ্মা প্রকাশ করেছে। এ জন্য পুরো জাতির মধ্যে রক্তক্ষরণ হচ্ছে বলেও মন্তব্য করেছে আদালত। এর আগে ১৫ ফেব্রুয়ারি ছয় অ্যামিকাস কিউরি তাঁদের মতামত হাই কোর্টে তুলে ধরেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন আলজাজিরার আপত্তিকর প্রতিবেদনটির বিরুদ্ধে একটি রিট দায়ের করেন। আদালতের আদেশের ফলে সে রিটের নিষ্পত্তি হলো। কাতারভিত্তিক আলজাজিরা বহুল আলোচিত ও বিতর্কিত প্রচারমাধ্যম হিসেবে দুনিয়াজুড়ে পরিচিত। কাতারের রাজ পরিবারের মালিকানায় পরিচালিত এ টিভি চ্যানেলটি সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বললেও সে দেশের সরকার বা রাজ পরিবারের অপকর্মের ব্যাপারে নিশ্চুপ। কাতার তার দেশে ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার সুযোগ পেয়েছে বড় অঙ্কের ঘুষের বিনিময়ে। কিন্তু আলজাজিরা এ ব্যাপারে মুখ খোলার কোনো চেষ্টাও করেনি। ইসরায়েলকে স্বীকৃতিদানকারী অন্যতম মুসলিম দেশও কাতার। জঙ্গিবাদের মদদকারী হিসেবে দেশটি সমালোচিত একাধিক প্রতিবেশীর কাছে। এমনকি আলজাজিরাও এ ব্যাপারে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। এহেন প্রচারমাধ্যম বাংলাদেশবিরোধী যে উদ্দেশ্যমূলক প্রচারণায় নেমেছে তা কোনোভাবেই অনুমোদনযোগ্য নয়।
শিরোনাম
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
- মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
আলজাজিরার প্রতিবেদন
বাংলাদেশবিরোধী প্রচারণা উদ্দেশ্যমূলক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর