হাই কোর্ট কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায় প্রচারিত প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ ইউটিউব, টুইটার ইনস্টাগ্রামসহ সব অনলাইন প্ল্যাটফরম থেকে সরানোর নির্দেশ দিয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চের গত বুধবারের এ আদেশ অবিলম্বে বাস্তবায়নের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে নির্দেশ দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত একটি রিট শুনানি শেষে আদালত ওই নির্দেশ দেয়। বিটিআরসির আইনজীবী বলেছেন, তথ্যচিত্রটি অপসারণে যা যা দরকার তা করার নির্দেশ দিয়েছে আদালত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও সেনাবাহিনী নিয়ে আলজাজিরা প্রপাগান্ডা চালানোর পরও রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ কেন এত দিন চুপ করে বসে ছিল তা নিয়ে আদালত উষ্মা প্রকাশ করেছে। এ জন্য পুরো জাতির মধ্যে রক্তক্ষরণ হচ্ছে বলেও মন্তব্য করেছে আদালত। এর আগে ১৫ ফেব্রুয়ারি ছয় অ্যামিকাস কিউরি তাঁদের মতামত হাই কোর্টে তুলে ধরেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন আলজাজিরার আপত্তিকর প্রতিবেদনটির বিরুদ্ধে একটি রিট দায়ের করেন। আদালতের আদেশের ফলে সে রিটের নিষ্পত্তি হলো। কাতারভিত্তিক আলজাজিরা বহুল আলোচিত ও বিতর্কিত প্রচারমাধ্যম হিসেবে দুনিয়াজুড়ে পরিচিত। কাতারের রাজ পরিবারের মালিকানায় পরিচালিত এ টিভি চ্যানেলটি সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বললেও সে দেশের সরকার বা রাজ পরিবারের অপকর্মের ব্যাপারে নিশ্চুপ। কাতার তার দেশে ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার সুযোগ পেয়েছে বড় অঙ্কের ঘুষের বিনিময়ে। কিন্তু আলজাজিরা এ ব্যাপারে মুখ খোলার কোনো চেষ্টাও করেনি। ইসরায়েলকে স্বীকৃতিদানকারী অন্যতম মুসলিম দেশও কাতার। জঙ্গিবাদের মদদকারী হিসেবে দেশটি সমালোচিত একাধিক প্রতিবেশীর কাছে। এমনকি আলজাজিরাও এ ব্যাপারে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। এহেন প্রচারমাধ্যম বাংলাদেশবিরোধী যে উদ্দেশ্যমূলক প্রচারণায় নেমেছে তা কোনোভাবেই অনুমোদনযোগ্য নয়।
শিরোনাম
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
আলজাজিরার প্রতিবেদন
বাংলাদেশবিরোধী প্রচারণা উদ্দেশ্যমূলক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর