ঈদ পূজাপার্বণকে সামনে রেখে স্বপ্ন দেখে দেশের তন্তুবায়ীরা। পরপর দুই বছর সেই স্বপ্নে ছাই ঢেলেছে মহামারীর বৈরী সময়। এ বছর করোনাকালে এসেছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ ও পয়লা রমজান একই দিনে হওয়ায় দেশের কোথাও বাংলা নববর্ষ পালনের ছিটেফোঁটাও লক্ষ্য করা যায়নি। পয়লা বৈশাখের অর্থনীতিও মার খেয়েছে ঢালাওভাবে। দেশের তাঁতের শাড়ি তৈরির প্রধান কেন্দ্র টাঙ্গাইল। পয়লা বৈশাখসহ যে কোনো অনুষ্ঠানেই বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি। আর টাঙ্গাইলের তাঁতের শাড়ির প্রতি তাদের রয়েছে আলাদা টান। প্রতি বছরই টাঙ্গাইলের তাঁতের শাড়িতে যুক্ত হয় বৈচিত্র্য আর নতুনত্ব। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্প করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। শুধু টাঙ্গাইল নয় সারা দেশের ক্ষতি পুষিয়ে নিতে সামনের ঈদে তাঁতিরা নতুন উদ্যমে বাহারি ডিজাইনের শাড়ি বুনন ও তা সারা দেশে সরবরাহে ব্যস্ত থাকলেও নানা আশঙ্কায় ভুগছে তারা। শাড়ি ব্যবসার জন্য পয়লা বৈশাখ, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও দুর্গাপূজা প্রধান মৌসুম। এবার পয়লা বৈশাখে তেমন শাড়ি বিক্রি হয়নি। ঈদুল ফিতর ও ঈদুল আজহার জন্য যেসব শাড়ি আগেই তৈরি ছিল সেগুলোই এখন বাজারের অপেক্ষায়। বৈশাখে টাঙ্গাইলের তাঁতিরা ১০৭ কোটি টাকার শাড়ি উৎপাদনের আশা করেছিল। তাদের আশা ছিল শাড়িপ্রতি ১০০ টাকা লাভ হলে ৮ কোটি ৬ লাখ টাকা লাভ হবে। কিন্তু বৈশাখের টার্গেট সুপার ফ্লপ। গত বছর থেকে বৈশাখ, ঈদ পূজাপার্বণে একই দুরবস্থা চলছে। শুধু টাঙ্গাইল নয় সারা দেশের তাঁতিরা তাদের মেরুদন্ড ভেঙে পড়ার আশঙ্কায় ভুগছে। মহামারীতে খেটে খাওয়া মানুষ জীবিকার সংকটে অস্থির হয়ে পড়ছে। পয়লা বৈশাখ ঈদ পূজায় শাড়ি কেনা বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। তন্তুবায়ীদের এই দুর্দিনে সরকার তাদের পাশে দাঁড়াবে এমন আশাই করছেন তারা।
শিরোনাম
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
তাঁতিদের দুর্দিন
সরকারি সহযোগিতার উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর