প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দেশের বিভিন্ন জেলার ৫০টি দৃষ্টিনন্দন মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন। সারা দেশে ৫৬০টি মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় বর্তমান সরকারের আমলে। এসব মসজিদের ১০০টি উদ্বোধন করা হবে মুজিববর্ষে। ৫০টি মসজিদ ওই ১০০টিরই অংশ। বিশ্ব ইতিহাসে একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণের উদ্যোগ সম্ভবত এটিই প্রথম। উল্লেখ্য, দৃষ্টিনন্দন প্রতিটি মসজিদে নারী ও পুরুষের অজু-নামাজের পৃথক কক্ষ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, হেফজখানা, গণশিক্ষা কেন্দ্র, গবেষণা কেন্দ্র, পাঠাগার, মৃতদেহ গোসল ও জানাজার ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন, অটিজম কর্নার ও ই-কর্নার থাকবে। এ ছাড়া ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। আর বিশেষ সুবিধা হিসেবে থাকছে বিদেশি পর্যটকদের জন্য আবাসনের ব্যবস্থা। প্রতিটি মসজিদে একসঙ্গে ১ হাজার ২০০ মানুষ জামাতে নামাজ আদায় করতে পারবেন। মসজিদগুলো তৈরি হলে ৪ লাখ ৪০ হাজার ৪৪০ জন পুরুষ ও ৩১ হাজার ৪০০ নারী একসঙ্গে নামাজ আদায়ের সুযোগ পাবেন। এসব মসজিদের লাইব্রেরিতে ৩৪ হাজার পাঠক বসে বই পড়তে পারবেন। একসঙ্গে গবেষণার সুযোগ পাবেন ৬ হাজার ৮০০ জন। দৈনিক ৫৬ হাজার মুসল্লি দাওয়াতি কার্যক্রম, প্রতি বছর ১৪ হাজার শিক্ষার্থীর হেফজ পড়া, ১৬ হাজার ৮০০ শিক্ষার্থীর প্রাক-প্রাথমিক শিক্ষা, ২ হাজার ২৪০ জন অতিথির আবাসনের সুবিধা থাকবে। বাংলাদেশের মানুষ ধর্মভীরু। আমাদের মহান মুক্তিযুদ্ধে রাজনৈতিক ইসলামের প্রতিনিধিত্বকারী জামায়াতে ইসলামী, মুসলিম লীগ ইত্যাদি সাম্প্রদায়িক দলের বকধার্মিকরা পাকিস্তানি হানাদারদের পদলেহী ভূমিকা পালন করেছে এটি এক সত্যি। এর পাশাপাশি আরও একটি সত্য হলো, দেশের সাধারণ মানুষের মতো আলেমসমাজের বৃহদাংশ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে। তাদের অনেকে মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন। দেশজুড়ে ৫৬০টি মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন মুক্তিযুদ্ধবিরোধী জঙ্গিবাদী তথা উগ্রবাদী চক্রকে রোখা এবং শান্তির ধর্ম ইসলামের সঠিক ধারণা প্রচারে সহায়তা করবে। দেশে শান্তি ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টিতেও রাখবে অবদান।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী