ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের কয়েক মাস না যেতেই ভেঙে পড়তে শুরু করেছে। গৃহহীনদের ঘর দেওয়ার মহৎ প্রকল্পটি কল্যাণের বদলে কোনো কোনো ক্ষেত্রে তাদের জীবনের জন্য ঝুঁকি সৃষ্টি করছে। এটি হয়েছে উপহারের ঘরগুলো নির্মাণের ক্ষেত্রে সীমাহীন কারচুপি ও দুর্নীতির কারণে। যে প্রকল্পের কারণে প্রধানমন্ত্রী তথা সরকারের মহত্ত্ব পরিস্ফুটিত হওয়ার কথা, আরব্য উপন্যাসের ‘থিফ অব বাগদাদের’ সমগোত্রীয়দের কারণে তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। হতাশার মধ্যে আশা এটুকুই প্রধানমন্ত্রীর কার্যালয় তথা সরকার ইতিমধ্যে এ-সংক্রান্ত অভিযোগে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট আরও বেশ কিছু কর্মকর্তাসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, ঠিকাদারসহ অন্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। যেসব ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পুনর্নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্পকে বিতর্কিত করার দায় কার- এমন প্রশ্ন সরকারের শীর্ষ কর্মকর্তা ও রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় তুলেছে। গৃহহীন ও উপহারের ঘর ভূমিহীনদের কল্যাণে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এ বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। এর সঙ্গে শুধু সরকার বা প্রধানমন্ত্রী নয়, কৃতজ্ঞ জাতির আবেগ জড়িত। তাই প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, দুর্নীতি ও শৈথিল্যে জড়িতদের ছাড় দেওয়া হবে না এমনটিই আশা করা হচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন অনিয়ম ও অবহেলার প্রমাণ পাওয়া গেলে শাস্তি পেতেই হবে। কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। বর্তমান সরকার আমলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা অন্তত তিন গুণ বেড়েছে। কিন্তু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সিংহভাগ পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে আক্রান্ত থাকায় সাধারণ মানুষ তাদের থেকে ঘুষ ছাড়া কোনো সেবা পায় না। গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার নিয়ে যারা দুর্নীতির সাহস দেখায় তাদের চাকরিচ্যুতই শুধু নয়, আইন অনুযায়ী কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত। পুনর্নির্মাণের সব খরচ অপরাধীদের থেকে আদায় করা হবে আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
গৃহহীনদের জন্য ঘর
দুর্নীতিবাজদের কঠোর শাস্তি নিশ্চিত হোক
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর