ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের কয়েক মাস না যেতেই ভেঙে পড়তে শুরু করেছে। গৃহহীনদের ঘর দেওয়ার মহৎ প্রকল্পটি কল্যাণের বদলে কোনো কোনো ক্ষেত্রে তাদের জীবনের জন্য ঝুঁকি সৃষ্টি করছে। এটি হয়েছে উপহারের ঘরগুলো নির্মাণের ক্ষেত্রে সীমাহীন কারচুপি ও দুর্নীতির কারণে। যে প্রকল্পের কারণে প্রধানমন্ত্রী তথা সরকারের মহত্ত্ব পরিস্ফুটিত হওয়ার কথা, আরব্য উপন্যাসের ‘থিফ অব বাগদাদের’ সমগোত্রীয়দের কারণে তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। হতাশার মধ্যে আশা এটুকুই প্রধানমন্ত্রীর কার্যালয় তথা সরকার ইতিমধ্যে এ-সংক্রান্ত অভিযোগে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট আরও বেশ কিছু কর্মকর্তাসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, ঠিকাদারসহ অন্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। যেসব ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পুনর্নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্পকে বিতর্কিত করার দায় কার- এমন প্রশ্ন সরকারের শীর্ষ কর্মকর্তা ও রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় তুলেছে। গৃহহীন ও উপহারের ঘর ভূমিহীনদের কল্যাণে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এ বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। এর সঙ্গে শুধু সরকার বা প্রধানমন্ত্রী নয়, কৃতজ্ঞ জাতির আবেগ জড়িত। তাই প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, দুর্নীতি ও শৈথিল্যে জড়িতদের ছাড় দেওয়া হবে না এমনটিই আশা করা হচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন অনিয়ম ও অবহেলার প্রমাণ পাওয়া গেলে শাস্তি পেতেই হবে। কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। বর্তমান সরকার আমলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা অন্তত তিন গুণ বেড়েছে। কিন্তু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সিংহভাগ পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে আক্রান্ত থাকায় সাধারণ মানুষ তাদের থেকে ঘুষ ছাড়া কোনো সেবা পায় না। গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার নিয়ে যারা দুর্নীতির সাহস দেখায় তাদের চাকরিচ্যুতই শুধু নয়, আইন অনুযায়ী কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত। পুনর্নির্মাণের সব খরচ অপরাধীদের থেকে আদায় করা হবে আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
গৃহহীনদের জন্য ঘর
দুর্নীতিবাজদের কঠোর শাস্তি নিশ্চিত হোক
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর