করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার পরিকল্পনা নিয়েছিল সরকার। তবে বাদ সাধেন তৈরি পোশাকশিল্প মালিকরা। তাঁরা দাবি করেন, কারখানা বন্ধ করলে ক্রয়াদেশ হারাবে বাংলাদেশ। তা ছাড়া শ্রমিকরা ঈদের ছুটিতে গ্রামের বাড়ির দিকে রওনা দিলে সংক্রমণ আরও ছড়াবে। এমন পরিস্থিতিতে সরকারকে লকডাউনে শিল্পকারখানা খোলা রাখার বিষয়টি বিবেচনা করতে হবে। করোনায় উৎপাদনশীল প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের করোনাভাইরাসের সংক্রমণ এখন পর্যন্ত কম। ঈদের ছুটির পর পুনরায় লকডাউন কঠোর করা হলে সাধারণ মানুষের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়বে। সমস্যায় পড়বে উৎপাদনশীল খাত। আমদানি-রপ্তানিতেও সমস্যা হবে। শিল্পপতিদের শীর্ষ সংগঠন উৎপাদনশীল সব শিল্পকারখানা কভিডজনিত বিধিনিষেধের বাইরে রেখে সচল রাখার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, কভিড পরিস্থিতিতে জীবন রক্ষাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। কিন্তু উৎপাদনব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রাখা হলে খাদ্যপণ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে সবাই বঞ্চিত হবে। কভিড বিস্তার রোধে জারিকৃত বিধিনিষেধ-সংক্রান্ত সার্কুলারে ওষুধ কারখানা বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। ওষুধ কারখানা বন্ধ থাকলে সরবরাহব্যবস্থা ব্যাহত হবে। ট্যানারি বন্ধ রাখা হলে কোরবানি ঈদে সংগৃহীত চামড়া সংরক্ষণ কার্যক্রম ব্যাহত হবে। অর্থনৈতিক কার্যক্রমের প্রাণশক্তি উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলে সরবরাহব্যবস্থা বিঘ্নিত হবে। এতে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সবাই ক্ষতিগ্রস্ত হবেন। পণ্যসামগ্রী সঠিকভাবে সরবরাহ ও বাজারজাত না হলে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। রপ্তানিমুখী পণ্যের উৎপাদন বন্ধ হলে অর্থনীতিতে ধস নামবে। অর্থনৈতিক কার্যক্রমকেও সচল রাখতে উৎপাদনব্যবস্থা চলমান রাখা জরুরি। ঈদ-পরবর্তী ছুটি দীর্ঘায়িত না করে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদনশীল খাত সচল রাখতে হবে।
শিরোনাম
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
শিল্পকারখানা
অর্থনীতি ও উৎপাদন সচল রাখতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর