মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোনোরকম রাখ-ঢাক না রেখে স্বীকার করেছেন আফগানিস্তানে তার দেশের অনুসৃত অনেক পদক্ষেপই ছিল ভুল। সোমবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়োবৃদ্ধ প্রেসিডেন্ট বলেছেন আফগানিস্তানে গত ২০ বছরে মার্কিন সামরিক উপস্থিতির সময় তার দেশ অসংখ্য ভুল করেছে। সে দেশের বর্তমান পরিস্থিতির জন্য যে আমেরিকা দায়ী সে কথাও মেনে নিয়েছেন জো বাইডেন। গত দুই দশকে আফগানিস্তানের ওপর মার্কিন দখলদারির ব্যাপারে অনুশোচনা প্রকাশ করে তিনি বলেছেন, আর কিছু দিন আফগানিস্তানে সেনা মোতায়েন করে রাখলে সবকিছু ঠিক হয়ে যেত- এমন দাবি করে আমি আমেরিকার জনগণকে বিভ্রান্ত করতে চাই না। একই সঙ্গে আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, তার এবং এখান থেকে কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে, তার দায়িত্ব নিতেও আমি পিছপা হব না। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আফগানিস্তানে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে জন্য তিনি অত্যন্ত মর্মাহত। কিন্তু তাই বলে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন। কারণ আরও কিছুদিন যদি সেনা মোতায়েন রাখা হতো এবং তারপর যেদিনই সেনা প্রত্যাহার হতো, সেদিনই আজকের পরিস্থিতি তৈরি হতো। আফগানিস্তানে দখলদারিত্ব বজায় রাখতে গিয়ে অতীতে ব্রিটিশদের চড়া মূল্য দিতে হয়েছে। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ বা বর্তমানের পাখতুনখোয়া প্রদেশ ছাড়া পুরো আফগানিস্তান থেকে পালিয়ে রক্ষা পায় তারা। একই ভুল করে চড়া মূল্য দিতে হয়েছে সোভিয়েত ইউনিয়নকে। যুক্তরাষ্ট্রও ভুলের খেসারত দিয়েছে ২০ বছর ধরে। আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে জো বাইডেন একটি ভুল অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। আমরা আশা করব, দক্ষিণ এশিয়ার শান্তির স্বার্থে আফগানিস্তানে মানবাধিকার সুরক্ষা এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। তালেবানরা নিজেদের ভাবমূর্তির সংকট উত্তরণে এ বিষয়ে বিচক্ষণতার পরিচয় দেবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
আফগান সংকট
মানবাধিকার ও নির্বাচিত সরকারের প্রত্যাশা
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর