মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোনোরকম রাখ-ঢাক না রেখে স্বীকার করেছেন আফগানিস্তানে তার দেশের অনুসৃত অনেক পদক্ষেপই ছিল ভুল। সোমবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়োবৃদ্ধ প্রেসিডেন্ট বলেছেন আফগানিস্তানে গত ২০ বছরে মার্কিন সামরিক উপস্থিতির সময় তার দেশ অসংখ্য ভুল করেছে। সে দেশের বর্তমান পরিস্থিতির জন্য যে আমেরিকা দায়ী সে কথাও মেনে নিয়েছেন জো বাইডেন। গত দুই দশকে আফগানিস্তানের ওপর মার্কিন দখলদারির ব্যাপারে অনুশোচনা প্রকাশ করে তিনি বলেছেন, আর কিছু দিন আফগানিস্তানে সেনা মোতায়েন করে রাখলে সবকিছু ঠিক হয়ে যেত- এমন দাবি করে আমি আমেরিকার জনগণকে বিভ্রান্ত করতে চাই না। একই সঙ্গে আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, তার এবং এখান থেকে কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে, তার দায়িত্ব নিতেও আমি পিছপা হব না। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আফগানিস্তানে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে জন্য তিনি অত্যন্ত মর্মাহত। কিন্তু তাই বলে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন। কারণ আরও কিছুদিন যদি সেনা মোতায়েন রাখা হতো এবং তারপর যেদিনই সেনা প্রত্যাহার হতো, সেদিনই আজকের পরিস্থিতি তৈরি হতো। আফগানিস্তানে দখলদারিত্ব বজায় রাখতে গিয়ে অতীতে ব্রিটিশদের চড়া মূল্য দিতে হয়েছে। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ বা বর্তমানের পাখতুনখোয়া প্রদেশ ছাড়া পুরো আফগানিস্তান থেকে পালিয়ে রক্ষা পায় তারা। একই ভুল করে চড়া মূল্য দিতে হয়েছে সোভিয়েত ইউনিয়নকে। যুক্তরাষ্ট্রও ভুলের খেসারত দিয়েছে ২০ বছর ধরে। আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে জো বাইডেন একটি ভুল অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। আমরা আশা করব, দক্ষিণ এশিয়ার শান্তির স্বার্থে আফগানিস্তানে মানবাধিকার সুরক্ষা এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। তালেবানরা নিজেদের ভাবমূর্তির সংকট উত্তরণে এ বিষয়ে বিচক্ষণতার পরিচয় দেবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
আফগান সংকট
মানবাধিকার ও নির্বাচিত সরকারের প্রত্যাশা
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর