মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোনোরকম রাখ-ঢাক না রেখে স্বীকার করেছেন আফগানিস্তানে তার দেশের অনুসৃত অনেক পদক্ষেপই ছিল ভুল। সোমবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়োবৃদ্ধ প্রেসিডেন্ট বলেছেন আফগানিস্তানে গত ২০ বছরে মার্কিন সামরিক উপস্থিতির সময় তার দেশ অসংখ্য ভুল করেছে। সে দেশের বর্তমান পরিস্থিতির জন্য যে আমেরিকা দায়ী সে কথাও মেনে নিয়েছেন জো বাইডেন। গত দুই দশকে আফগানিস্তানের ওপর মার্কিন দখলদারির ব্যাপারে অনুশোচনা প্রকাশ করে তিনি বলেছেন, আর কিছু দিন আফগানিস্তানে সেনা মোতায়েন করে রাখলে সবকিছু ঠিক হয়ে যেত- এমন দাবি করে আমি আমেরিকার জনগণকে বিভ্রান্ত করতে চাই না। একই সঙ্গে আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, তার এবং এখান থেকে কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে, তার দায়িত্ব নিতেও আমি পিছপা হব না। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আফগানিস্তানে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে জন্য তিনি অত্যন্ত মর্মাহত। কিন্তু তাই বলে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন। কারণ আরও কিছুদিন যদি সেনা মোতায়েন রাখা হতো এবং তারপর যেদিনই সেনা প্রত্যাহার হতো, সেদিনই আজকের পরিস্থিতি তৈরি হতো। আফগানিস্তানে দখলদারিত্ব বজায় রাখতে গিয়ে অতীতে ব্রিটিশদের চড়া মূল্য দিতে হয়েছে। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ বা বর্তমানের পাখতুনখোয়া প্রদেশ ছাড়া পুরো আফগানিস্তান থেকে পালিয়ে রক্ষা পায় তারা। একই ভুল করে চড়া মূল্য দিতে হয়েছে সোভিয়েত ইউনিয়নকে। যুক্তরাষ্ট্রও ভুলের খেসারত দিয়েছে ২০ বছর ধরে। আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে জো বাইডেন একটি ভুল অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। আমরা আশা করব, দক্ষিণ এশিয়ার শান্তির স্বার্থে আফগানিস্তানে মানবাধিকার সুরক্ষা এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। তালেবানরা নিজেদের ভাবমূর্তির সংকট উত্তরণে এ বিষয়ে বিচক্ষণতার পরিচয় দেবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন