মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোনোরকম রাখ-ঢাক না রেখে স্বীকার করেছেন আফগানিস্তানে তার দেশের অনুসৃত অনেক পদক্ষেপই ছিল ভুল। সোমবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়োবৃদ্ধ প্রেসিডেন্ট বলেছেন আফগানিস্তানে গত ২০ বছরে মার্কিন সামরিক উপস্থিতির সময় তার দেশ অসংখ্য ভুল করেছে। সে দেশের বর্তমান পরিস্থিতির জন্য যে আমেরিকা দায়ী সে কথাও মেনে নিয়েছেন জো বাইডেন। গত দুই দশকে আফগানিস্তানের ওপর মার্কিন দখলদারির ব্যাপারে অনুশোচনা প্রকাশ করে তিনি বলেছেন, আর কিছু দিন আফগানিস্তানে সেনা মোতায়েন করে রাখলে সবকিছু ঠিক হয়ে যেত- এমন দাবি করে আমি আমেরিকার জনগণকে বিভ্রান্ত করতে চাই না। একই সঙ্গে আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, তার এবং এখান থেকে কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে, তার দায়িত্ব নিতেও আমি পিছপা হব না। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আফগানিস্তানে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে জন্য তিনি অত্যন্ত মর্মাহত। কিন্তু তাই বলে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন। কারণ আরও কিছুদিন যদি সেনা মোতায়েন রাখা হতো এবং তারপর যেদিনই সেনা প্রত্যাহার হতো, সেদিনই আজকের পরিস্থিতি তৈরি হতো। আফগানিস্তানে দখলদারিত্ব বজায় রাখতে গিয়ে অতীতে ব্রিটিশদের চড়া মূল্য দিতে হয়েছে। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ বা বর্তমানের পাখতুনখোয়া প্রদেশ ছাড়া পুরো আফগানিস্তান থেকে পালিয়ে রক্ষা পায় তারা। একই ভুল করে চড়া মূল্য দিতে হয়েছে সোভিয়েত ইউনিয়নকে। যুক্তরাষ্ট্রও ভুলের খেসারত দিয়েছে ২০ বছর ধরে। আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে জো বাইডেন একটি ভুল অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। আমরা আশা করব, দক্ষিণ এশিয়ার শান্তির স্বার্থে আফগানিস্তানে মানবাধিকার সুরক্ষা এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। তালেবানরা নিজেদের ভাবমূর্তির সংকট উত্তরণে এ বিষয়ে বিচক্ষণতার পরিচয় দেবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ব্যাচেলর দিবস আজ
- দিল্লি বিস্ফোরণের তদন্ত হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে: অমিত শাহ
- ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- সিলেট টেস্ট : অভিষেক হওয়া কে এই হাসান মুরাদ?
- রাজধানীতে ককটেল বিস্ফোরণ করা যুবককে গণপিটুনি
- আবার ঢাকায় আসছেন অনুভ জৈন
- দিল্লি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র
- ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক পুড়ে অঙ্গার
- আমি ট্রাম্পকে ভয় পাই না: জেলেনস্কি
- রাজধানীর যেসব স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি
- সংকটে সক্ষমতা হারাচ্ছেন করদাতারা
- জটিল ঘূর্ণিপাকে রাজনীতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১১ নভেম্বর)
- ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ বন্দি নিহত
- নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না
- মোবাইল ফোনে ৫৭% শুল্ক প্রত্যাহারের দাবি
- আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ
- বেড়েছে সাত ধরনের অপরাধ, অক্টোবরে তিন শতাধিক হত্যা
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
আফগান সংকট
মানবাধিকার ও নির্বাচিত সরকারের প্রত্যাশা
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ট্রেনের নিচে এক বস্তা আতশবাজি বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী
১১ সেকেন্ড আগে | দেশগ্রাম
বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচে অফিসিয়াল ফুটওয়্যার পার্টনার ‘লোটো বাংলাদেশ’
২৯ মিনিট আগে | কর্পোরেট কর্নার