ভেজাল ওষুধের অভয়ারণ্যে পরিণত হয়েছে গোটা দেশ। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মানসম্মত ওষুধ রপ্তানিতে বাংলাদেশের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। ইউরোপ-আমেরিকায় রপ্তানি হয় বাংলাদেশে উৎপাদিত ওষুধ। এসব ওষুধ ব্যবহৃত হচ্ছে এমন সব দেশে যারা মানের ব্যাপারে শতভাগ আপসহীন। কিন্তু প্রদীপের নিচেই রয়েছে অন্ধকার। নকল ভেজাল ওষুধ তৈরিতেও বাংলাদেশ এগিয়ে। দেশে ঔষধ প্রশাসন অধিদফতর আছে। রয়েছে শক্তিশালী সব আইন প্রয়োগকারী সংস্থা। তারপরও নকল ভেজাল ওষুধের নিয়তি এড়ানো যাচ্ছে না আইন প্রয়োগের ক্ষেত্রে গাফিলতির জন্য। যারা অপরাধীদের পাকড়াও করবেন তাদের মধ্যে প্রশ্রয়দানের মনোভাব থাকায় ভেজাল ওষুধ সারা দেশে আশঙ্কাজনকহারে ছড়িয়ে পড়ছে। রোগ নিরাময়ের আশায় ওষুধ ব্যবহার করে উল্টো হুমকিতে পড়ছে রোগীর জীবন। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নকল ওষুধ কারখানা বানিয়ে সেই ওষুধ ছড়িয়ে দেওয়া হচ্ছে আনাচে কানাচে। জেনে-শুনে-বুঝে অতিরিক্ত লাভের আশায় ওষুধ দোকান মালিকদের অনেকেই বিক্রি করছে নকল ভেজাল ওষুধ। সাইনবোর্ডেই সীমাবদ্ধ হয়ে পড়েছে মডেল ফার্মেসির কার্যক্রম। তদারকির দায়িত্বে থাকা ঔষধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা কালেভদ্রে কিছু অভিযান চালিয়েই তাদের দায়িত্ব শেষ করছেন। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, নকল ওষুধ উৎপাদনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সারা দেশের বিভিন্ন এলাকায় কারখানা স্থাপন করলেও তাদের নকল পণ্য বাজারজাতের কেন্দ্রস্থল হলো পুরান ঢাকার মিটফোর্ড এলাকা। এখানে গড়ে ওঠা ওষুধের পাইকারি বাজার থেকেই মূলত সারা দেশে নকল ও ভেজাল ওষুধ ছড়িয়ে পড়ে। জীবন রক্ষাকারী ওষুধও নকল হচ্ছে অবলীলাক্রমে। নকল ওষুধ তৈরির বিরুদ্ধে কঠোর আইন না থাকায় অপরাধীরা তাদের অপরাধ চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। এ অপরাধ বন্ধে নকল ওষুধ তৈরির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নির্ধারণ হওয়া উচিত। মনুষ্য চেহারার খুনি ও লোভীদের বিরুদ্ধে কঠোর আঘাত হানতে প্রশাসনকেও তৎপর হতে হবে।
শিরোনাম
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড
- অস্কার গ্রহণ করলেন টম ক্রুজ
- শেখ হাসিনাসহ তিনজনের অপরাধ প্রমাণিত
- রাজস্থানের কোচ হিসেবে ফিরলেন কিংবদন্তি সাঙ্গাকারা
- ৬ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার
- জবি ছাত্রদল-ছাত্র অধিকারের সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ঘোষণা
- ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসহ গ্রেপ্তার ২৭
- ডিবির অভিযানে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
- ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
- এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র
- ‘সৎ সাহস থাকলে হাসিনা বিচারের মুখোমুখি হতেন’
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে ফের পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
- স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- বিপিএল থেকে নাম প্রত্যাহার তামিমের
- মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
- ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
- নারায়ণগঞ্জ শহরে জামায়াতের অবস্থান কর্মসূচি
- সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫
- ট্রাইব্যুনালে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া চলছে
নকল ওষুধ
অপরাধীদের কঠোর শাস্তি কাম্য
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর