বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ০০:০০ টা

বায়ুদূষণ

কেড়ে নিচ্ছে মানুষের আয়ু

বায়ুদূষণ বাংলাদেশের মানুষের আয়ু কমাচ্ছে। এর চেয়ে লজ্জা ও অপমানের আর কোনো বিষয় আছে বলে মনে হয় না। কারণ বাংলাদেশ প্রাকৃতিকভাবে ঘন সবুজ গাছপালার এক দেশ। এ দেশের নদ-নদী জলাধারের পরিমাণ সম-আয়তনের দুনিয়ার যে কোনো দেশের চেয়ে বেশি। বায়ুদূষণ রোধে সবুজ গাছপালা ও প্রাকৃতিক জলাধারগুলোর অবদান অনস্বীকার্য। তার পরও বায়ুদূষণ বাড়ছে আমাদের ভুলে আমাদের পাপে। আমরা সবুজ গাছপালা কেটে উজাড় করছি। নগরায়ণের নামে অবিবেচকভাবে দূষণ করছি বায়ু। কলকারখানার ধোঁয়া ও ইটের ভাটার মাধ্যমে বায়ুদূষণ করে কেড়ে নিচ্ছি নিজেদের প্রাণ। গাড়ির ধোঁয়াও পরিবেশ দূষণে ভূমিকা রাখছে। আর এ কারণেই দীর্ঘমেয়াদি বায়ুদূষণের কারণে বাংলাদেশিদের গড় আয়ুতে বড় প্রভাব রাখছে বলে বৈশ্বিক এক গবেষণায় বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের (ইপিআইসি) গবেষকরা বলছেন, দূষণের কারণে গড়ে সাত বছর করে আয়ু হারাচ্ছেন বাংলাদেশিরা। ইপিআইসি প্রবর্তিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) নির্ণয়ে গবেষকরা বাতাসে পিএম ২.৫ (ক্ষতিকর ভাসমান কণা যা ফুসফুসের ক্ষতি করে) -এর মাত্রা হিসাব করতে স্যাটেলাইট তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছেন।

তার ভিত্তিতে দেওয়া প্রতিবেদনে বাংলাদেশকেই বিশ্বের সবচেয়ে বেশি বায়ুদূষণের শিকার দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বায়ুদূষণের এ সূচকের হিসাবে বিশ্বের সবচেয়ে বেশি দূষণের শিকার পাঁচ দেশের চারটিই দক্ষিণ এশিয়ায়। আর বায়ুমানের দিক থেকে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হচ্ছে ভারতের নয়াদিল্লি। ইউনিভার্সিটি অব শিকাগোর গবেষকদের তথ্য প্রকারান্তরে বায়ুদূষণ সম্পর্কে বাংলাদেশের মানুষকে সতর্ক হওয়ার তাগিদ দিয়েছে। নিজেদের স্বার্থেই এ ব্যাপারে সরকার ও নাগরিক সমাজ সবাইকে সতর্ক হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর