পদ্মা সেতু ১৮ কোটি বাঙালির জাতিরাষ্ট্র বাংলাদেশের মর্যাদার প্রতীক। এ মর্যাদা প্রশ্নবিদ্ধ করার প্রয়াস শুরু হয়েছে যানবাহনের জন্য সেতু উন্মুক্ত করার প্রথম দিন থেকে। পদ্মা সেতুকে বেপরোয়া রেসিং গ্রাউন্ড বানাতে গিয়ে মারাও গেছেন দুই মোটরসাইকেল আরোহী যুবক। টিকটকের আড়ালে দেশ ও জাতির অহংকারকে অপমানিত করার সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে পদ্মা সেতুর স্টিল ব্যারিয়ারের নাট খুলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে এক যুবক। সোশ্যাল মিডিয়ায় আরেক যুবক সেতুতে উঠে মূত্র বিসর্জন করে সমালোচনার ঝড় তুলেছে। প্রথম দিনই বিআরটিসি বাসের ধাক্কায় মাওয়া প্রান্তে টোল প্লাজার দুটি ব্যারিয়ার ভেঙে গেছে। ঘটেছে বিভিন্ন নির্মাণসামগ্রী চুরিও। দেশের মানুষের অহংকার পদ্মা সেতুর রক্ষাব্যবস্থা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠেছে। নিরাপত্তা নিশ্চিত করতে শুরুতেই সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে মোটরসাইকেল চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। নামানো হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার ভোরে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। প্রথম দিনই শুরু হয় নিয়ম ভাঙার হিড়িক। নিষেধাজ্ঞা অমান্য করে সেতুতে নেমে ছবি তোলা বা ভিডিও করার মচ্ছব পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে দেশজুড়ে। এর পরই সেতুতে নামার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে সেতু বিভাগ। আটক করা হয় নাট খুলে ভাইরাল হওয়া যুবককে। দুষ্কর্মের জন্য সেতুতে আসা অন্যদেরও খোঁজা হচ্ছে। আমরা আশা করব পদ্মা সেতুর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে যারা অঘটন ঘটিয়ে কৃতিত্ব দেখানোর চেষ্টা করেছে তাদের সবাইকে চিহ্নিত এবং আইনের আওতায় আনা হবে। মোটরসাইকেল চলাচল তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রশংসার দাবিদার। ভবিষ্যতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিলেও সেখানে কঠিন শর্ত ও সতর্কতা থাকতে হবে।
শিরোনাম
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
- বাঁশবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
- ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
- পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় চালু হচ্ছে আজ
- আমেরিকার ‘মিত্র’ কাতারের প্রতি ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে : ট্রাম্প
- ইসরায়েলের হামলায় গাজায় অর্ধশতাধিক নিহত, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
- পদোন্নতির অপেক্ষায় সহস্রাধিক প্রভাষক
- সিডনির পাঞ্জবোলে নারায়ণগঞ্জ জালকুড়ির পুনর্মিলনী অনুষ্ঠিত
- ঠাকুরগাঁওয়ে মৃত্যুদাবির চেক হস্তান্তর
- স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা-ছুরিকাঘাত, অভিযোগ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে
- বগুড়ায় দুই হোটেলকে লাখ টাকা জরিমানা
- নাটোরে বাস-ট্রাকে তল্লাশি, ১৭৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৬৯৬ মামলা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- মোংলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
পদ্মা সেতুর সুরক্ষা
নিরাপস ভূমিকা কাম্য
প্রিন্ট ভার্সন
