দেশজুড়ে জ্বর সর্দি কাশির প্রাদুর্ভাব অস্বস্তি ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আক্রান্তের মধ্যে যারা টেস্ট করাচ্ছেন তার একাংশ করোনায় আক্রান্ত বলে প্রমাণিত হচ্ছে। লাখ লাখ মানুষ স্বজনদের সঙ্গে ঈদ পালনে গ্রামমুখী হওয়ায় করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। অস্বস্তিকর এ অবস্থার মধ্যে স্বস্তি এতটুকু, আক্রান্তের মধ্যে মৃত্যুর হার নগণ্য। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এ সময়ে করোনা সংক্রমণ, ডেঙ্গু, ভাইরাস কিংবা সাধারণ জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই জ্বর এলে করোনা টেস্ট করতে হবে। জ্বর আক্রান্ত অনেকেরই টেস্ট করালে করোনা পজিটিভ আসছে। ওষুধ ব্যবহারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে টেলিমেডিসিন সেবাও নেওয়া যেতে পারে। অনেক রোগী করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে একই সময়ে ডেঙ্গু আক্রান্তও হচ্ছেন। তাই ফার্মেসি থেকে ইচ্ছামতো ওষুধ সেবন করে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলা ঠিক হবে না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গত কয়েক দিনে সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে জ্বরাক্রান্তের সংখ্যা। বেশি আক্রান্ত শিশুরা। সঙ্গে বাড়ছে করোনার প্রভাবও। ডেঙ্গু আক্রান্তের হারও ধীরে ধীরে বাড়ছে। এক পরিবারে একজন আক্রান্ত হলে পুরো পরিবারে ছড়িয়ে পড়ছে জ্বর। বর্ষা মৌসুমের শুরু থেকেই তাপমাত্রার ওঠানামায় সারা দেশে বেড়েছে ভাইরাস জ্বর সর্দি কাশি ও ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালগুলোয়ও বাড়ছে এমন রোগীর সংখ্যা। তবে এ প্রবণতা সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকায়। জ্বরাক্রান্তের মধ্যে সাধারণ ভাইরাস ও করোনার চেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি করছে ডেঙ্গু। জ্বরাক্রান্তের অনেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন এবং তাদের মানসিক স্বাস্থ্যের জন্যও সমস্যা সৃষ্টি করছে। আমাদের দেশে জ্বর হলে অনেকেই ছুটে যান ফার্মেসিতে। নিজেদের খেয়াল-খুশি-মতো ওষুধ ব্যবহার করে ভয়াবহ বিপদও ডেকে আনেন। এ প্রবণতা থেকে সবারই সরে আসা উচিত।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
জ্বর সর্দি কাশির প্রাদুর্ভাব
চিকিৎসকদের পরামর্শ নিতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর