দেশজুড়ে জ্বর সর্দি কাশির প্রাদুর্ভাব অস্বস্তি ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আক্রান্তের মধ্যে যারা টেস্ট করাচ্ছেন তার একাংশ করোনায় আক্রান্ত বলে প্রমাণিত হচ্ছে। লাখ লাখ মানুষ স্বজনদের সঙ্গে ঈদ পালনে গ্রামমুখী হওয়ায় করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। অস্বস্তিকর এ অবস্থার মধ্যে স্বস্তি এতটুকু, আক্রান্তের মধ্যে মৃত্যুর হার নগণ্য। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এ সময়ে করোনা সংক্রমণ, ডেঙ্গু, ভাইরাস কিংবা সাধারণ জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই জ্বর এলে করোনা টেস্ট করতে হবে। জ্বর আক্রান্ত অনেকেরই টেস্ট করালে করোনা পজিটিভ আসছে। ওষুধ ব্যবহারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে টেলিমেডিসিন সেবাও নেওয়া যেতে পারে। অনেক রোগী করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে একই সময়ে ডেঙ্গু আক্রান্তও হচ্ছেন। তাই ফার্মেসি থেকে ইচ্ছামতো ওষুধ সেবন করে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলা ঠিক হবে না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গত কয়েক দিনে সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে জ্বরাক্রান্তের সংখ্যা। বেশি আক্রান্ত শিশুরা। সঙ্গে বাড়ছে করোনার প্রভাবও। ডেঙ্গু আক্রান্তের হারও ধীরে ধীরে বাড়ছে। এক পরিবারে একজন আক্রান্ত হলে পুরো পরিবারে ছড়িয়ে পড়ছে জ্বর। বর্ষা মৌসুমের শুরু থেকেই তাপমাত্রার ওঠানামায় সারা দেশে বেড়েছে ভাইরাস জ্বর সর্দি কাশি ও ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালগুলোয়ও বাড়ছে এমন রোগীর সংখ্যা। তবে এ প্রবণতা সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকায়। জ্বরাক্রান্তের মধ্যে সাধারণ ভাইরাস ও করোনার চেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি করছে ডেঙ্গু। জ্বরাক্রান্তের অনেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন এবং তাদের মানসিক স্বাস্থ্যের জন্যও সমস্যা সৃষ্টি করছে। আমাদের দেশে জ্বর হলে অনেকেই ছুটে যান ফার্মেসিতে। নিজেদের খেয়াল-খুশি-মতো ওষুধ ব্যবহার করে ভয়াবহ বিপদও ডেকে আনেন। এ প্রবণতা থেকে সবারই সরে আসা উচিত।
শিরোনাম
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
জ্বর সর্দি কাশির প্রাদুর্ভাব
চিকিৎসকদের পরামর্শ নিতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর