শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে প্রচ- গণবিক্ষোভ ও নৈরাজ্যের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। যথারীতি ক্ষমতা থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। দুই মাস আগে গোতাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রী পদ থেকে সরে যান বেপরোয়া গণক্ষোভের মুখে। গোতাবায়ার পতনে রাজাপক্ষে পরিবারের প্রায় দুই দশকের শাসনামলের অবসান হলো। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও দুর্ভিক্ষাবস্থার জন্য রাজাপক্ষে পরিবারের ক্ষমতার অপচর্চাকে দায়ী করা হয়। কিন্তু বাস্তবতা হলো, রাজাপক্ষে পরিবারের প্রাণপুরুষ প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের শাসনামলে শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহের অবসান হয়। বিদ্রোহীরা এতটাই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল যে, দেশের তামিল অধ্যুষিত এক-তৃতীয়াংশ এলাকা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়। মাহিন্দা রাজাপক্ষে ও তাঁর ভাই সামরিক বাহিনীর তৎকালীন কর্নেল গোতাবায়া নিষ্ঠুরভাবে কয়েক দশকের সেই ভয়াবহ গৃহযুদ্ধের অবসান ঘটান। গোতাবায়া রাজাপক্ষে অস্ত্রহাতে বিদ্রোহ দমনে নেতৃত্ব দেওয়ায় সিংহলিদের কাছে জাতীয় বীরে পরিণত হন। শ্রীলঙ্কার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প গ্রহণ করা হয় মাহিন্দা ও গোতাবায়া রাজাপক্ষের আমলে। পর্যটননির্ভর অনিন্দ্যসুন্দর এ দ্বীপদেশকে পর্যটনের স্বর্গভূমি বানানোর লক্ষ্যে এসব প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু দুই বছরের করোনা মহামারিতে পর্যটন আয় প্রায় শূন্য হয়ে পড়ায় বিপাকে পড়ে দেশটি। রাজাপক্ষে ভ্রাতৃদ্বয়ের ভুল সিদ্ধান্তের কারণেও সংকট ঘনীভূত হয়ে ওঠে। সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়ায় শূন্য হয়ে পড়ে রাষ্ট্রীয় কোষাগার। বৈদেশিক মুদ্রা আয়ের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় দেউলিয়া অবস্থার শিকার হয় দেশ। প্রেসিডেন্ট গোতাবায়ার দেশ ছেড়ে পলায়নে জনদাবি পূরণ হলেও শ্রীলঙ্কায় যে সীমাহীন নৈরাজ্য চলছে তাতে মানুষের দুর্ভোগই শুধু বাড়বে। দক্ষিণ এশিয়ার একসময়ের সবচেয়ে সমৃদ্ধ দেশটির এ বিপর্যয় শুধু সোয়া ২ কোটি বাসিন্দার নয়, এ অঞ্চলের সবার। শ্রীলঙ্কার বিপদাপন্ন মানুষের স্বার্থেই সে দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সর্বদলীয় সরকার প্রতিষ্ঠায় নিতে হবে উদ্যোগ।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
অস্থিতিশীল শ্রীলঙ্কা
সর্বদলীয় সরকারের বিকল্প নেই
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর