শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে প্রচ- গণবিক্ষোভ ও নৈরাজ্যের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। যথারীতি ক্ষমতা থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। দুই মাস আগে গোতাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রী পদ থেকে সরে যান বেপরোয়া গণক্ষোভের মুখে। গোতাবায়ার পতনে রাজাপক্ষে পরিবারের প্রায় দুই দশকের শাসনামলের অবসান হলো। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও দুর্ভিক্ষাবস্থার জন্য রাজাপক্ষে পরিবারের ক্ষমতার অপচর্চাকে দায়ী করা হয়। কিন্তু বাস্তবতা হলো, রাজাপক্ষে পরিবারের প্রাণপুরুষ প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের শাসনামলে শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহের অবসান হয়। বিদ্রোহীরা এতটাই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল যে, দেশের তামিল অধ্যুষিত এক-তৃতীয়াংশ এলাকা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়। মাহিন্দা রাজাপক্ষে ও তাঁর ভাই সামরিক বাহিনীর তৎকালীন কর্নেল গোতাবায়া নিষ্ঠুরভাবে কয়েক দশকের সেই ভয়াবহ গৃহযুদ্ধের অবসান ঘটান। গোতাবায়া রাজাপক্ষে অস্ত্রহাতে বিদ্রোহ দমনে নেতৃত্ব দেওয়ায় সিংহলিদের কাছে জাতীয় বীরে পরিণত হন। শ্রীলঙ্কার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প গ্রহণ করা হয় মাহিন্দা ও গোতাবায়া রাজাপক্ষের আমলে। পর্যটননির্ভর অনিন্দ্যসুন্দর এ দ্বীপদেশকে পর্যটনের স্বর্গভূমি বানানোর লক্ষ্যে এসব প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু দুই বছরের করোনা মহামারিতে পর্যটন আয় প্রায় শূন্য হয়ে পড়ায় বিপাকে পড়ে দেশটি। রাজাপক্ষে ভ্রাতৃদ্বয়ের ভুল সিদ্ধান্তের কারণেও সংকট ঘনীভূত হয়ে ওঠে। সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়ায় শূন্য হয়ে পড়ে রাষ্ট্রীয় কোষাগার। বৈদেশিক মুদ্রা আয়ের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় দেউলিয়া অবস্থার শিকার হয় দেশ। প্রেসিডেন্ট গোতাবায়ার দেশ ছেড়ে পলায়নে জনদাবি পূরণ হলেও শ্রীলঙ্কায় যে সীমাহীন নৈরাজ্য চলছে তাতে মানুষের দুর্ভোগই শুধু বাড়বে। দক্ষিণ এশিয়ার একসময়ের সবচেয়ে সমৃদ্ধ দেশটির এ বিপর্যয় শুধু সোয়া ২ কোটি বাসিন্দার নয়, এ অঞ্চলের সবার। শ্রীলঙ্কার বিপদাপন্ন মানুষের স্বার্থেই সে দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সর্বদলীয় সরকার প্রতিষ্ঠায় নিতে হবে উদ্যোগ।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
অস্থিতিশীল শ্রীলঙ্কা
সর্বদলীয় সরকারের বিকল্প নেই
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর