মাছরাঙা খাটো পুচ্ছ, বড় মাথা এবং লম্বা, ভারী, সুচালো ঠোঁটসহ আঁটোসাঁটো গড়নের পাখি। পৃথিবীব্যাপী প্রায় ৯৪ প্রজাতির মাছরাঙা রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া ও নিউগিনিতেও মাছরাঙার অনেক প্রজাতি আছে। বাংলাদেশে ১২ প্রজাতির মাছরাঙা আছে। মাছরাঙার ঠোঁট আনুপাতিক হারে বড়, বেশ মোটা, সাধারণত চোখা বা সামান্য বাঁকানো আগাসহ লম্বা ও ঋজু। মাছরাঙারা নানা আকার ও ওজনের হয়; ৪০ সেমির বেশি লম্বা ও প্রায় ৪০০ গ্রাম ওজন থেকে ১০ সেমি লম্বা ও ১০ গ্রামের কিছু বেশি ওজন পর্যন্ত দেখা যায়। পালক সাধারণত চড়া রঙের, নীল, সবুজ, বেগুনি ও লালচে বা বাদামি আঁচসহ ধাতব ঔজ্জ্বল্যে ঝলমল, তাতে প্রায়ই আলতোভাবে থাকে সাদা বা কালো দাগ। ডানা সাধারণত খাটো ও গোল, অন্যদিকে লেজ খুব খাটো থেকে অনেকটা লম্বাও হয়। মাছরাঙা নানা ধরনের জলজ আবাস ও বনে বসবাস করে। এক জোড়া পাখিই একটি স্বাভাবিক ইউনিট, যারা এককভাবে কিংবা কিছুটা আলগা ধরনের কলোনিতে বাসা বাঁধে, তবে বাসা তৈরিতে সাহায্যসহ সমবায়ী প্রজননের চলও আছে। বাসা হলো গাছের স্বাভাবিক খোড়ল, মাটির ঢালে বা উইয়ের ঢিবিতে অন্য পাখির খোঁড়া গর্ত, কিংবা গাছের পচা গুঁড়ির ফোকর। স্ত্রী ও পুরুষ পাখি উভয়েই ঠোঁট দিয়ে মাটি বা পচা কাঠ আলগা করে গর্ত খোঁড়ে এবং পায়ের সাহায্যে মাটি বা কাঠের গুঁড়া গর্তের বাইরে ছুড়ে ফেলে। গর্তের শেষে একটি চওড়া প্রকোষ্ঠ থাকে যেখানে সরাসরি মেঝের ওপরই পাখি ডিম পাড়ে। বাসা খোঁড়ার সময় পরিত্যক্ত মলমূত্র, ওগলানো খাদ্যের বড়ি, উচ্ছিষ্ট ইত্যাদিতে দূষিত গর্ত এক ধরনের তীব্র দুর্গন্ধে ভরে ওঠে। ইউরেশীয় মাছরাঙা প্রজাতির মতো খুদে মৎস্যভুক মাছরাঙার ছানারা বাসা ছাড়ার আগে আট সপ্তাহ পর্যন্ত মা-বাবার ওপর নির্ভরশীল থাকে। শিকারি পাখিদের কাছে মাছরাঙার মাংস নাকি বিস্বাদ ঠেকে। মাছরাঙা ছোট মাছ, ব্যাঙ ও বড় বড় জলজ পোকামাকড় ধরার জন্য গাছের ডালে অনড় বসে থাকে। শিকার ধরার জন্য পানির দিকে মাথা নিচু করে ছোঁ মারে, প্রায়ই পানির ভিতর ঢুকে যায়, শিকার নিয়ে ডালে ফিরে আসে, শিকারকে কয়েকবার ডালে আছাড় মারে, তারপর শূন্যে ছুড়ে দিয়ে মাথার দিক থেকে গিলে ফেলে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
মাছরাঙা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর