মাছরাঙা খাটো পুচ্ছ, বড় মাথা এবং লম্বা, ভারী, সুচালো ঠোঁটসহ আঁটোসাঁটো গড়নের পাখি। পৃথিবীব্যাপী প্রায় ৯৪ প্রজাতির মাছরাঙা রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া ও নিউগিনিতেও মাছরাঙার অনেক প্রজাতি আছে। বাংলাদেশে ১২ প্রজাতির মাছরাঙা আছে। মাছরাঙার ঠোঁট আনুপাতিক হারে বড়, বেশ মোটা, সাধারণত চোখা বা সামান্য বাঁকানো আগাসহ লম্বা ও ঋজু। মাছরাঙারা নানা আকার ও ওজনের হয়; ৪০ সেমির বেশি লম্বা ও প্রায় ৪০০ গ্রাম ওজন থেকে ১০ সেমি লম্বা ও ১০ গ্রামের কিছু বেশি ওজন পর্যন্ত দেখা যায়। পালক সাধারণত চড়া রঙের, নীল, সবুজ, বেগুনি ও লালচে বা বাদামি আঁচসহ ধাতব ঔজ্জ্বল্যে ঝলমল, তাতে প্রায়ই আলতোভাবে থাকে সাদা বা কালো দাগ। ডানা সাধারণত খাটো ও গোল, অন্যদিকে লেজ খুব খাটো থেকে অনেকটা লম্বাও হয়। মাছরাঙা নানা ধরনের জলজ আবাস ও বনে বসবাস করে। এক জোড়া পাখিই একটি স্বাভাবিক ইউনিট, যারা এককভাবে কিংবা কিছুটা আলগা ধরনের কলোনিতে বাসা বাঁধে, তবে বাসা তৈরিতে সাহায্যসহ সমবায়ী প্রজননের চলও আছে। বাসা হলো গাছের স্বাভাবিক খোড়ল, মাটির ঢালে বা উইয়ের ঢিবিতে অন্য পাখির খোঁড়া গর্ত, কিংবা গাছের পচা গুঁড়ির ফোকর। স্ত্রী ও পুরুষ পাখি উভয়েই ঠোঁট দিয়ে মাটি বা পচা কাঠ আলগা করে গর্ত খোঁড়ে এবং পায়ের সাহায্যে মাটি বা কাঠের গুঁড়া গর্তের বাইরে ছুড়ে ফেলে। গর্তের শেষে একটি চওড়া প্রকোষ্ঠ থাকে যেখানে সরাসরি মেঝের ওপরই পাখি ডিম পাড়ে। বাসা খোঁড়ার সময় পরিত্যক্ত মলমূত্র, ওগলানো খাদ্যের বড়ি, উচ্ছিষ্ট ইত্যাদিতে দূষিত গর্ত এক ধরনের তীব্র দুর্গন্ধে ভরে ওঠে। ইউরেশীয় মাছরাঙা প্রজাতির মতো খুদে মৎস্যভুক মাছরাঙার ছানারা বাসা ছাড়ার আগে আট সপ্তাহ পর্যন্ত মা-বাবার ওপর নির্ভরশীল থাকে। শিকারি পাখিদের কাছে মাছরাঙার মাংস নাকি বিস্বাদ ঠেকে। মাছরাঙা ছোট মাছ, ব্যাঙ ও বড় বড় জলজ পোকামাকড় ধরার জন্য গাছের ডালে অনড় বসে থাকে। শিকার ধরার জন্য পানির দিকে মাথা নিচু করে ছোঁ মারে, প্রায়ই পানির ভিতর ঢুকে যায়, শিকার নিয়ে ডালে ফিরে আসে, শিকারকে কয়েকবার ডালে আছাড় মারে, তারপর শূন্যে ছুড়ে দিয়ে মাথার দিক থেকে গিলে ফেলে।
শিরোনাম
- লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
- নারায়ণগঞ্জে মুসল্লিদের ৬০ বছরের ভোগান্তির অবসানে ডিসির উদ্যোগ
- দেশের ভেতরে নাশকতায় শেখ হাসিনার পরিকল্পনা কাজ করছে : গয়েশ্বর
- ওমরাহ যাত্রীদের নতুন নিয়ম : রিটার্ন টিকিট ক্রয় বাধ্যতামূলক
- লাকসামে কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান
- ফাজিল পরীক্ষা শুরু শনিবার, অংশ নেবে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী
- সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি : মির্জা ফখরুল
- ওয়েলসে স্টারমারের লেবার পার্টির ঐতিহাসিক পরাজয়
- ইমাম অপহরণের ঘটনায় টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
- এমন সমাজ গড়তে চাই, যেখানে দুর্নীতি-দুঃশাসন থাকবে না : নবীউল্লাহ নবী
- বেনাপোলে বিএনপির যৌথ সভা, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মোংলায় সমাবেশ
- কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিতের সিদ্ধান্ত
- ‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি’
- পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের বিকল্প নেই : সুপ্রদীপ চাকমা
- আমি পক্ষপাতদুষ্ট চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই : জ্বালানি উপদেষ্টা
- শিশুদের মাঝে বেঁচে থাকতে চান নাসির
- রাজনৈতিক শক্তির মধ্যে বিভাজনে সুযোগ পাবে ফ্যাসিস্ট শক্তি : আমান
- শনিবার মধ্যরাত থেকে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকারে নামবেন জেলেরা
- রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙলেন অস্ট্রিয়ার করণবীর