এক সময় রাজধানী ঢাকায় নদ-নদীর সংখ্যা ছিল অন্তত ৮টি। এর চারটি ইতোমধ্যে অস্তিত্ব হারিয়েছে। যে চারটি টিকে আছে সেগুলোর অবস্থাও সুবিধার নয়। দখল দূষণে চার নদীর অবস্থা হাহাকার করার মতো। দেশের নদ-নদী রক্ষায় গঠন করা হয়েছিল জাতীয় নদী রক্ষা কমিশন। কিন্তু কথামালা দিয়ে ঢাকাবাসীকে আশ্বস্ত করা ছাড়া তারা এ যাবৎ দৃষ্টিগ্রাহ্য কোনো অবদানই রাখতে পারেনি। অনেকের মতে, কথামালার ‘অশ্বডিম্ব’ প্রসবই কমিশনের একমাত্র সাফল্য। গত মার্চে রাজধানীবাসীর বাহবা নিতে জাতীয় নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘আগামী মার্চের মধ্যে স্বচ্ছ টলমলে হয়ে উঠবে বুড়িগঙ্গাসহ ঢাকা ঘিরে থাকা চার নদীর পানি। নদীতে আর পড়বে না শিল্পের বিষাক্ত রঙিন বর্জ্য। দূষিত কালচে পানির উৎকট গন্ধে নাকে রুমাল চাপতে হবে না কারও। পাল তুলে চলা নৌকার পাশাপাশি টলমলে পানিতে ঝাঁকে ঝাঁকে ছুটে চলবে নানা প্রজাতির মাছ।’ তবে মার্চ আসতে মাত্র তিন মাস বাকি থাকলেও নদীগুলোর দূষণ কমেনি একচুলও। উল্টো শীত আসতেই ঘন ও কালচে হয়ে উঠেছে নদীর পানি। বেড়েছে দুর্গন্ধ। বহুবার উদ্যোগের পরও স্যুয়ারেজ লাইন দিয়ে কারখানার রাসায়নিক মিশ্রিত বিষাক্ত রঙিন পানি নদীতে পড়া বন্ধ হয়নি। নদীপাড়ের বাসিন্দাদের গৃহস্থালি ও মানববর্জ্য আগের মতোই পড়ছে নদীতে। বর্ষায় নদীগুলোর পানি কিছুটা পরিষ্কার থাকলেও শীত আসতেই হয়ে ওঠে ঘন, কালচে ও দুর্গন্ধযুক্ত। বুড়িগঙ্গা ও তুরাগে পানি কমে যাওয়ায় দৃশ্যমান হয়েছে স্যুয়ারেজ লাইনগুলো। সেখান দিয়ে বিরামহীন নদীতে পড়ছে শিল্প ও পয়ঃবর্জ্য মিশ্রিত বিষাক্ত পানি। নদ-নদীর দূষণ ও দখল বন্ধে কথামালা যে কোনো ভূমিকা রাখতে পারে না সে মহাসত্যটি তুলে ধরেছে ঢাকার প্রাণ হিসেবে বিবেচিত চার জলাশয়ের হতশ্রী অবস্থা। সংকট উত্তরণে চার নদী রক্ষায় কমিশনের পাশাপাশি স্থানীয় সরকার এবং সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। নদ-নদীর দখল দূষণ রোধে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় তাদের সতর্ক দৃষ্টিও প্রত্যাশিত।
শিরোনাম
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা
- মাগুরায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
- বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে মদ ও গাঁজা উদ্ধার, আটক ২
- মালয়েশিয়ায় ভূমিধসে ১৩ জনের মৃত্যু
- তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন করলেন ট্রেসি অ্যান জ্যাকবসন
- পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস উদযাপন
- ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত
- পঞ্চগড়ে সমতলের চা বাগানে পোকার আক্রমণ
- দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন
- দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি