রংপুর সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ইভিএমের মাধ্যমে নেওয়া ভোটে যান্ত্রিক ত্রুটি ও ভোটারের একাংশের অনভিজ্ঞতার কারণে ভোট দিতে তুলনামূলক বেশি সময় ব্যয় হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও অনেক কেন্দ্রে রাত ৮টা পর্যন্ত চলেছে ভোট পর্ব। এ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন তৃতীয় আর চতুর্থ স্থানে ছিলেন দলের প্রতীকধারী প্রার্থী। রংপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠুভাবে। ইভিএমে ভোট গ্রহণে ধীরগতি ছাড়া পুরো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কিংবা ভোটারদের দিক থেকে বড় ধরনের কোনো অভিযোগ নেই। আঙুলের ছাপে মিল না থাকায় কেউ কেউ ভোট দিতে পারেননি। রংপুরের সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এবং তা প্রার্থী ও ভোটারদের গ্রহণযোগ্যতা পাওয়ায় কমিশন স্বস্তি প্রকাশ করেছে। রংপুর সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় নির্বাচনের পর্যায়ে পড়ে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের এক বছর আগে অনুষ্ঠিত এ নির্বাচনকে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের রোল মডেল হিসেবে দেখতে চেয়েছে। সেদিক থেকে তারা অনেকাংশেই সফল হয়েছে। রংপুরের সিটি নির্বাচনে বিএনপি এবং সমমনা দলগুলো অংশ নেয়নি। তবে ভোটের ভাগ্য নির্ধারণে নির্বাচন বর্জনকারী দলগুলোর সমর্থকদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাতীয় পার্টির প্রার্থী দ্বিতীয়বারের মতো বিপুলভাবে জিতেছেন। অন্তঃকোন্দলের কারণে আওয়ামী লীগ প্রার্থীর অবস্থান ছিল চতুর্থ। বিদ্রোহী প্রার্থীর তৃতীয় স্থান লাভে প্রার্থী মনোনয়নে ক্ষমতাসীন দল সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে কি না সে বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে। নির্বাচনে হারজিত থাকে। রংপুরের নির্বাচনে কোন দল জয়ী হলো এটি দেশ ও জাতির জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র জয়ী হয়েছে, যা দেশ, জাতি ও নির্বাচন কমিশনের জন্য এক বড় অর্জন। নির্বাচনে জয়ী এবং অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
রংপুর সিটি নির্বাচন
গণতন্ত্রের জয় অভিনন্দনযোগ্য
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর