রংপুর সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ইভিএমের মাধ্যমে নেওয়া ভোটে যান্ত্রিক ত্রুটি ও ভোটারের একাংশের অনভিজ্ঞতার কারণে ভোট দিতে তুলনামূলক বেশি সময় ব্যয় হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও অনেক কেন্দ্রে রাত ৮টা পর্যন্ত চলেছে ভোট পর্ব। এ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন তৃতীয় আর চতুর্থ স্থানে ছিলেন দলের প্রতীকধারী প্রার্থী। রংপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠুভাবে। ইভিএমে ভোট গ্রহণে ধীরগতি ছাড়া পুরো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কিংবা ভোটারদের দিক থেকে বড় ধরনের কোনো অভিযোগ নেই। আঙুলের ছাপে মিল না থাকায় কেউ কেউ ভোট দিতে পারেননি। রংপুরের সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এবং তা প্রার্থী ও ভোটারদের গ্রহণযোগ্যতা পাওয়ায় কমিশন স্বস্তি প্রকাশ করেছে। রংপুর সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় নির্বাচনের পর্যায়ে পড়ে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের এক বছর আগে অনুষ্ঠিত এ নির্বাচনকে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের রোল মডেল হিসেবে দেখতে চেয়েছে। সেদিক থেকে তারা অনেকাংশেই সফল হয়েছে। রংপুরের সিটি নির্বাচনে বিএনপি এবং সমমনা দলগুলো অংশ নেয়নি। তবে ভোটের ভাগ্য নির্ধারণে নির্বাচন বর্জনকারী দলগুলোর সমর্থকদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাতীয় পার্টির প্রার্থী দ্বিতীয়বারের মতো বিপুলভাবে জিতেছেন। অন্তঃকোন্দলের কারণে আওয়ামী লীগ প্রার্থীর অবস্থান ছিল চতুর্থ। বিদ্রোহী প্রার্থীর তৃতীয় স্থান লাভে প্রার্থী মনোনয়নে ক্ষমতাসীন দল সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে কি না সে বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে। নির্বাচনে হারজিত থাকে। রংপুরের নির্বাচনে কোন দল জয়ী হলো এটি দেশ ও জাতির জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র জয়ী হয়েছে, যা দেশ, জাতি ও নির্বাচন কমিশনের জন্য এক বড় অর্জন। নির্বাচনে জয়ী এবং অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা