রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধের নেতৃত্ব যুদ্ধবাজ জেনারেল সের্গেই সুরোভিকিনের বদলে সেনাপ্রধান ভ্যালোরি গেরাসিমভের হাতে অর্পণ করেছেন। গত অক্টোবরে রুশ সেনাবাহিনীর ‘কঠোরতম জেনারেল’ হিসেবে পরিচিত সের্গেই সুরোভিকিনের হাতে ইউক্রেন যুদ্ধের দায়িত্ব দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। তবে তিন মাসের মধ্যে তাকে পরিবর্তন করা হলো। সাম্প্রতিক মাসগুলোয় একের পর এক সামরিক পরাজয়ের পর পূর্ব ইউক্রেনে অগ্রগতি ঘটছে বলে রাশিয়া দাবি করার পর পরই এ রদবদল ঘটল। জেনারেল গেরাসিমভ, ২০১২ সাল থেকে চিফ অব জেনারেল স্টাফ পদে রয়েছেন। বলা হয়, তিনি সোভিয়েত-পরবর্তী যুগের রাশিয়ান চিফ অব জেনারেল স্টাফদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। জেনারেল সুরোভিকিন এখন তার ডেপুটি। সিরিয়ায় রাশিয়ার অভিযান এবং বিশেষ করে আলেপ্পো শহরে ভারী বোমা বর্ষণসহ পূর্ববর্তী যুদ্ধগুলোয় তার নৃশংস কৌশলের জন্য জেনারেল সুরোভিকিনকে ‘জেনারেল আর্মাগেডন’ নামেও অভিহিত করা হয়েছে। অক্টোবরে অভিযানের প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার অল্প সময়ের মধ্যেই রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস করার জন্য প্রচারণা শুরু করে। এতে লাখ লাখ ইউক্রেনীয় নাগরিক কনকনে শীতের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎহীন এবং কলের পানি ছাড়া ছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জেনারেল সুরোভিকিনকে প্রতিস্থাপনের উদ্দেশ্য ছিল ‘সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ প্রতিষ্ঠা করা এবং রুশ বাহিনীর ব্যবস্থাপনার মান ও কার্যকারিতা উন্নত করা।’ যে কারণেই ইউক্রেন যুদ্ধের অধিনায়কত্বের পরিবর্তন করা হোক না কেন, বিশ্ববাসীর দাবি এই ভ্রাতৃঘাতী যুদ্ধ বন্ধ হোক। যুদ্ধের কারণে ইউক্রেনের লাখ লাখ মানুষ মানবেতর পর্যায়ে পতিত হয়েছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশ পতিত হয়েছে গভীর অর্থনৈতিক সংকটে। বাংলাদেশকেও মোকাবিলা করতে হচ্ছে যুদ্ধের ফলে সৃষ্ট কঠিন অবস্থার। রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের বাড়তি উদ্বেগ রয়েছে। দুই দেশই ঐতিহ্যগতভাবে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই ছিল সে সময় সোভিয়েত ইউনিয়নের অংশ। আমরা আশা করব, ইউক্রেন যুদ্ধের অধিনায়কত্ব বদলানো নয়, এই কাণ্ডজ্ঞানহীন যুদ্ধ থেকে সরে আসার সঠিক এবং বিজ্ঞচিত সিদ্ধান্ত নেবে মস্কো। কিয়েভের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে নেবে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত।
শিরোনাম
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা
- মাগুরায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
- বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে মদ ও গাঁজা উদ্ধার, আটক ২
- মালয়েশিয়ায় ভূমিধসে ১৩ জনের মৃত্যু
- তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ