রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কেওক্রাডং পর্বতশৃঙ্গ

বাংলাদেশের দক্ষিণ-পূর্বে, মিয়ানমার সীমান্তবর্তী জেলা বান্দরবানে অবস্থিত একটি সুউচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং। এর প্রকৃত অবস্থান রুমা উপজেলার রেমাক্রি মৌজার ঠিকাগাঁও পাড়ায়। এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। বহুদিন যাবৎ কেওক্রাডংকেই বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে দাবি করা হতো। বিভিন্ন বই ও সাময়িকী এমনকি ওয়েবসাইটেও সে রকমই প্রকাশিত হয়েছে। যদিও বিভিন্ন প্রকাশনায় এ শৃঙ্গের উচ্চতা বলা হচ্ছে ১ হাজার ২৩০ মিটার, জিপিএস এবং রাশিয়ান টোপোগ্রাফিক ম্যাপ অনুসারে এর প্রকৃত উচ্চতা ১ হাজার মিটারের কম। এ শৃঙ্গের ওপরে বাংলাদেশ সেনাবাহিনীর লাগানো একটি সাইনবোর্ডেও এর উচ্চতা ৩ হাজার ১৭২ ফুট লেখা রয়েছে। যদিও জারমিন জিপিএস দ্বারা এখানে নির্ণীত উচ্চতা ৩ হাজার ১৯৬ ফুট বা ৯৭৪ মিটার। শৃঙ্গটির ভৌগোলিক অবস্থান পূর্ব দ্রাঘিমাংশে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এখানকার পাহাড়ি পরিবেশ খুবই মনোরম। কেউ যদি কেওক্রাডং ভ্রমণ করতে চায়, তাকে বগা লেক থেকে হেঁটে রুমা উপজেলার মধ্য দিয়ে সেখানে পৌঁছাতে হবে। কেওক্রাডং, তাজিংডং ও মওদক মুত্তল- এ তিনটি হচ্ছে বাংলাদেশের পর্বতশৃঙ্গগুলোর মধ্যে তুলনামূলকভাবে সুউচ্চ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর