তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ছয় হাজারেরও বেশি বাড়িঘর স্থাপনা ধ্বংস হয়েছে। প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অপরিসীম ধ্বংসযজ্ঞ সৃষ্টিকারী এ প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন সৃষ্টি করেছে। বিশ্বের যে সব এলাকা ভূমিকম্প ঝুঁকির মধ্যে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলের জেলাগুলো রয়েছে ভূমিকম্পের উচ্চঝুঁকিতে। রাজধানী ঢাকা ভূমিকম্পের উৎসস্থল থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরে থাকলেও বিল্ডিং কোড না মানায় ৭ বা ৮ মাত্রার ভূমিকম্প ধসিয়ে দিতে পারে ঘনবসতিপূর্ণ এই মেগা সিটির হাজার হাজার ভবন। এতে কী পরিমাণ প্রাণহানি যে ঘটতে পারে তা সহজেই অনুমেয়। সাধারণত প্রতি ১০০ বছর পর বড় ধরনের ভূমিকম্প হয়ে থাকে। সবশেষ ১৮২২ এবং ১৯১৮ সালে মধুপুর ফল্টে বড় ভূমিকম্প হয়েছিল। ভারতের আসামে ১৮৯৭ সালে রিখটার স্কেলে ৮ মাত্রার বেশি ভূমিকম্প আঘাত হানলে ২৫০ কিলোমিটার দূরবর্তী ঢাকার ১০ ভাগ ভবন ক্ষতিগ্রস্ত হয়। ঢাকা শহরের ৩০৫ বর্গকিলোমিটার এলাকার ৩৫ শতাংশ পোক্ত লাল মাটি। বাকি ৬৫ শতাংশ এলাকা নরম কাদামাটি ও বালুমাটির এলাকা। ৫-৬ মাত্রার ভূমিকম্প হলে নরম মাটিতে তৈরি ভবন ভেঙে বা হেলে পড়তে পারে। আর্থ অবজারভেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও মিয়ানমার- এই তিনটি প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকার ঝুঁকি কমাতে বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। ২০০৯ সালে পরিচালিত মিডিএমপি ও জাইকার যৌথ জরিপের তথ্যচিত্র আতঙ্কিত হওয়ার মতো। এতে বলা হয়, ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ৭২ হাজার ভবন ভেঙে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে ১ লাখ ৩৫ হাজার ভবন। এ ধরনের বিপর্যস্ত অবস্থায় তৈরি হবে ৭ কোটি টন কংক্রিটের স্তূপ। অথচ ভূমিকম্প হলে উদ্ধার কাজ চালানোর তেমন কোনো প্রস্তুতিই বাংলাদেশের নেই। বিল্ডিং কোড না মেনে বিল্ডিং তৈরির প্রবণতায় বিপদ ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। এ ব্যাপারে এখন থেকেই সতর্ক হতে হবে।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
ভূমিকম্পের ঝুঁকি
সময় থাকতেই প্রস্তুতি নিতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর