তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ছয় হাজারেরও বেশি বাড়িঘর স্থাপনা ধ্বংস হয়েছে। প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অপরিসীম ধ্বংসযজ্ঞ সৃষ্টিকারী এ প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন সৃষ্টি করেছে। বিশ্বের যে সব এলাকা ভূমিকম্প ঝুঁকির মধ্যে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলের জেলাগুলো রয়েছে ভূমিকম্পের উচ্চঝুঁকিতে। রাজধানী ঢাকা ভূমিকম্পের উৎসস্থল থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরে থাকলেও বিল্ডিং কোড না মানায় ৭ বা ৮ মাত্রার ভূমিকম্প ধসিয়ে দিতে পারে ঘনবসতিপূর্ণ এই মেগা সিটির হাজার হাজার ভবন। এতে কী পরিমাণ প্রাণহানি যে ঘটতে পারে তা সহজেই অনুমেয়। সাধারণত প্রতি ১০০ বছর পর বড় ধরনের ভূমিকম্প হয়ে থাকে। সবশেষ ১৮২২ এবং ১৯১৮ সালে মধুপুর ফল্টে বড় ভূমিকম্প হয়েছিল। ভারতের আসামে ১৮৯৭ সালে রিখটার স্কেলে ৮ মাত্রার বেশি ভূমিকম্প আঘাত হানলে ২৫০ কিলোমিটার দূরবর্তী ঢাকার ১০ ভাগ ভবন ক্ষতিগ্রস্ত হয়। ঢাকা শহরের ৩০৫ বর্গকিলোমিটার এলাকার ৩৫ শতাংশ পোক্ত লাল মাটি। বাকি ৬৫ শতাংশ এলাকা নরম কাদামাটি ও বালুমাটির এলাকা। ৫-৬ মাত্রার ভূমিকম্প হলে নরম মাটিতে তৈরি ভবন ভেঙে বা হেলে পড়তে পারে। আর্থ অবজারভেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও মিয়ানমার- এই তিনটি প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকার ঝুঁকি কমাতে বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। ২০০৯ সালে পরিচালিত মিডিএমপি ও জাইকার যৌথ জরিপের তথ্যচিত্র আতঙ্কিত হওয়ার মতো। এতে বলা হয়, ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ৭২ হাজার ভবন ভেঙে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে ১ লাখ ৩৫ হাজার ভবন। এ ধরনের বিপর্যস্ত অবস্থায় তৈরি হবে ৭ কোটি টন কংক্রিটের স্তূপ। অথচ ভূমিকম্প হলে উদ্ধার কাজ চালানোর তেমন কোনো প্রস্তুতিই বাংলাদেশের নেই। বিল্ডিং কোড না মেনে বিল্ডিং তৈরির প্রবণতায় বিপদ ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। এ ব্যাপারে এখন থেকেই সতর্ক হতে হবে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
ভূমিকম্পের ঝুঁকি
সময় থাকতেই প্রস্তুতি নিতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর