মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে গর্বিত পরিচয় বহন করছি তার পেছনে রয়েছে মুক্তিযোদ্ধাদের অবদান। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তাঁরা জীবন বাজি রেখে অংশ নিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন জাতি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারছি। কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতঘ্ন আচরণ যেন একশ্রেণির মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। কয়েক দিন আগে রাজনৈতিক মামলায় কোমরে দড়ি পরানো হয়েছিল একজন বীর মুক্তিযোদ্ধাকে। মিডিয়ার বদৌলতে বিষয়টি ফাঁস হওয়ায় তাঁকে গ্রেফতারের সঙ্গে জড়িত অর্বাচীন পুলিশ কর্মকর্তা এক অদ্ভুত যুক্তি খাড়া করে নিজেদের দোষ এড়ানোর অপচেষ্টা করেন। বলেন, গ্রেফতার ব্যক্তিটি বীর মুক্তিযোদ্ধা তা তারা জানতেন না। এ দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল ৫২ বছর আগে। একজন মুক্তিযোদ্ধার বয়স ন্যূনতম সত্তরের কোটায়। এ বয়সের একজন মানুষকে যারা সন্ত্রাস ও নাশকতার দায়ে গ্রেফতার করে তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলা যায়। সে ঘটনার রেশ না কাটতেই চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আহমদ হোসেন (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টির সমাধান করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার জায়গা জোরপূর্বক দখল করে দেয়াল তোলাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। জায়গাটি নিয়ে আদালতে মামলা চলছে। ইউএনও ঘটনাস্থলে গিয়ে দাঁড়িয়ে থেকে দেয়াল অপসারণ করান। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। হাটহাজারী থানায় বীর মুক্তিযোদ্ধার মেয়ে বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। ইতোমধ্যে অভিযুক্ত লোকমান হাকিমের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। লোকমান ও তার দুই ছেলে পলাতক। আমরা আশা করব হাটহাজারীতে বীর মুক্তিযোদ্ধার নির্যাতনের সঙ্গে যুক্ত নব্য রাজাকারদের গ্রেফতার ও তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।
শিরোনাম
- দেশের সব গ্যাস কূপে ড্রিলিং কাজ ৭২ ঘণ্টা বন্ধ রাখার পরামর্শ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
বীর মুক্তিযোদ্ধাকে নির্যাতন
নব্য রাজাকারদের শাস্তি নিশ্চিত করুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর